অনলাইন ডেস্ক
আগামীকাল সোমবার অযোধ্যায় অনুষ্ঠিত হবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদা পীঠ কুণ্ড থেকে ‘পবিত্র পানি’ সংগ্রহ করে পাঠিয়েছেন এক মুসলিম ব্যক্তি। পাকিস্তান থেকে ইংল্যান্ড হয়ে নানা মাধ্যম ঘুরে ভারতে এসে পৌঁছেছে সেই পানি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সেভ শারদা কমিটি কাশ্মীর (এসএসসিকে) এর প্রতিষ্ঠাতা রবিন্দর পন্ডিতা বলেন, ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ও বালাকোটে বিমান আক্রমণের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা বন্ধ রয়েছে। তাই এই ‘পবিত্র পানি’কে অনেক পথ ঘুরে ভারতে আসতে হয়েছে।
তিনি বলেন, ‘শারদা পীঠ কুণ্ডের পবিত্র পানি তানভীর আহমেদ এবং তার দল সংগ্রহ করেছিল। এলওসি (ভারত ও পাকিস্তানের সীমান্তরেখা) জুড়ে থাকা আমাদের নাগরিক সমাজের সদস্যরা এই পানি ইসলামাবাদে নিয়ে যান। সেখান থেকে এই পানি যুক্তরাজ্যে তানভীর আহমেদের মেয়ে মাগরিবির কাছে পাঠানো হয়। এরপর মাগরিবি এই পানি সোনাল শের নামের এক কাশ্মীরি পণ্ডিতকে এই পানি হস্তান্তর করেন। সোনাল শের ২০২৩ সালের আগস্টে ভারতের আহমেদাবাদে এসেছিলেন। সেখান থেকে এই পবিত্র পানি দিল্লিতে আমার কাছে পৌঁছেছিল।’
তিনি আরও বলেন, ‘এর আগে শারদা পীঠ কুণ্ডের মাটি এবং শিলা পাঠানো হয়েছিল। এবার আসল পানি। এটা গর্বের বিষয় যে, ২০২৪ সালের ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় এই পানি ব্যবহার করা হবে। গত বছরের ৫ জুন শৃঙ্গেরির শঙ্করাচার্যের দ্বারা শারদামন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় ঘটনা।’
এসএসসিকে সদস্য মঞ্জুনাথ শর্মা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাদের কাছে পবিত্র পানি হস্তান্তর করেছেন বলে জানান পন্ডিতা। ভিএইচপি নেতারা গতকাল শনিবার অযোধ্যায় সিনিয়র কর্মকর্তা কোটেশ্বর রাওকে এই পানি হস্তান্তর করেন।
রবিন্দর পন্ডিতা বলেছেন যে, ২২ জানুয়ারি এসএসসিকে সদস্যরা শারদামন্দিরেও প্রদীপ জ্বালাবেন। এটা কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখার কাছেই অবস্থিত।
আগামীকাল সোমবার অযোধ্যায় অনুষ্ঠিত হবে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদা পীঠ কুণ্ড থেকে ‘পবিত্র পানি’ সংগ্রহ করে পাঠিয়েছেন এক মুসলিম ব্যক্তি। পাকিস্তান থেকে ইংল্যান্ড হয়ে নানা মাধ্যম ঘুরে ভারতে এসে পৌঁছেছে সেই পানি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সেভ শারদা কমিটি কাশ্মীর (এসএসসিকে) এর প্রতিষ্ঠাতা রবিন্দর পন্ডিতা বলেন, ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ও বালাকোটে বিমান আক্রমণের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা বন্ধ রয়েছে। তাই এই ‘পবিত্র পানি’কে অনেক পথ ঘুরে ভারতে আসতে হয়েছে।
তিনি বলেন, ‘শারদা পীঠ কুণ্ডের পবিত্র পানি তানভীর আহমেদ এবং তার দল সংগ্রহ করেছিল। এলওসি (ভারত ও পাকিস্তানের সীমান্তরেখা) জুড়ে থাকা আমাদের নাগরিক সমাজের সদস্যরা এই পানি ইসলামাবাদে নিয়ে যান। সেখান থেকে এই পানি যুক্তরাজ্যে তানভীর আহমেদের মেয়ে মাগরিবির কাছে পাঠানো হয়। এরপর মাগরিবি এই পানি সোনাল শের নামের এক কাশ্মীরি পণ্ডিতকে এই পানি হস্তান্তর করেন। সোনাল শের ২০২৩ সালের আগস্টে ভারতের আহমেদাবাদে এসেছিলেন। সেখান থেকে এই পবিত্র পানি দিল্লিতে আমার কাছে পৌঁছেছিল।’
তিনি আরও বলেন, ‘এর আগে শারদা পীঠ কুণ্ডের মাটি এবং শিলা পাঠানো হয়েছিল। এবার আসল পানি। এটা গর্বের বিষয় যে, ২০২৪ সালের ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠায় এই পানি ব্যবহার করা হবে। গত বছরের ৫ জুন শৃঙ্গেরির শঙ্করাচার্যের দ্বারা শারদামন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় ঘটনা।’
এসএসসিকে সদস্য মঞ্জুনাথ শর্মা বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাদের কাছে পবিত্র পানি হস্তান্তর করেছেন বলে জানান পন্ডিতা। ভিএইচপি নেতারা গতকাল শনিবার অযোধ্যায় সিনিয়র কর্মকর্তা কোটেশ্বর রাওকে এই পানি হস্তান্তর করেন।
রবিন্দর পন্ডিতা বলেছেন যে, ২২ জানুয়ারি এসএসসিকে সদস্যরা শারদামন্দিরেও প্রদীপ জ্বালাবেন। এটা কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখার কাছেই অবস্থিত।
আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
৮ মিনিট আগেভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) ওষুধ রপ্তানির জন্য নির্ধারিত ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ ১ ফেব্রুয়ারি থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ব্যবস্থা প্রত্যাহারের মূল লক্ষ্য হলো—ভারতের ওষুধ রপ্তানিকে সংশ্লিষ্ট দেশগুলোর নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা...
৩৪ মিনিট আগেভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
২ ঘণ্টা আগে