Ajker Patrika

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০: ২৮
Thumbnail image

আফ্রিকার দেশে তানজানিয়ায় ব্যাপক বন্যা ও ভূমিধসের কারণে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮৫ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় গত শনিবার তানজানিয়ার রাজধানী ডোডোমা থেকে ৩০০ কিলোমিটার উত্তরে কাতেশ শহরে প্রবল বৃষ্টিপাত হয়। গতকাল রোববার কাতেশের কমিশনার জেনেথ মায়াঞ্জা জানান, ‘আজ রোববার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে এবং ৮৫ জন আহত হয়েছে।’ তিনি সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

মায়াঞ্জা আরও জানিয়েছেন, কাতেরে অধিকাংশ রাস্তা কাদা, পানি, ভেঙে পড়া গাছ ও পাথরের কারণে অবরুদ্ধ হয়েছে। বিপুলসংখ্যক গবাদিপশুও ভেসে গেছে বলে জানিয়েছেন তিনি। তানজানিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিবিসিতে সম্প্রচারিত ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, অনেক বাড়িঘর ডুবে গেছে, যানবাহন ঘন কাদায় আটকে আছে। 

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান বর্তমানে দেশে নেই। বিশ্ব জলবায়ু সম্মেলনে কপ-২৮ এ যোগ দিতে বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই সুলুহু হাসান হতাহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি আটকে পড়াদের উদ্ধারে সরকারি প্রচেষ্টা আরও দ্রুত ও জোরদার করার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত