Ajker Patrika

চতুর্থবারের চেষ্টাতেও বিক্রি হলো না অং সান সু চির বাড়ি

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৫, ২০: ৩৭
এই ঐতিহাসিক বাড়িতে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি নেতা সফর করেছেন। ফাইল ছবি
এই ঐতিহাসিক বাড়িতে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি নেতা সফর করেছেন। ফাইল ছবি

মিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ইয়াঙ্গুন শহরের ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত দোতলা ওই বাড়ি প্রায় ১ দশমিক ৯ একর জায়গাজুড়ে বিস্তৃত। এখানেই প্রায় ১৫ বছর গৃহবন্দী ছিলেন সু চি। এই বাড়িতে থেকে শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পান তিনি এবং এর স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

গত ২৯ এপ্রিল আদালত নিযুক্ত এক নিলামকারী বাড়িটির লোহার গেটের বাইরে এসে নিলাম শুরু করেন। প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয় ২৭০ বিলিয়ন কিয়াত, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬৪৭ কোটি টাকার বেশি। তবে আগের বছর আদালতের নির্ধারণ করে দেওয়া মূল্য থেকে এবার অনেক কমানো হয়েছিল। নিয়ম অনুযায়ী, নিলামকারী তিনবার দাম হাঁকেন। কিন্তু কেউই তা বিড করেননি। সবশেষে নিলামকারী ঘোষণা করেন, এই নিলাম ব্যর্থ বলে ঘোষণা করা হচ্ছে।

নিলামটি সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে সম্পন্ন হয়। এই বাসভবন একসময় সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) অঘোষিত সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটানোর পর থেকে সু চিকে নির্জন কারাগারে বন্দী রাখা হয়েছে। তাঁর সঠিক অবস্থান এখনো অজানা। তাঁকে ও আরও বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক মামলায় তাঁকে ২৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। তাঁর সমর্থকদের মতে, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

জানা যায়, সু চির বাবা স্বাধীনতাসংগ্রামী জেনারেল অং সান ১৯৪৭ সালে নিহত হলে ওই সম্পত্তিটি সু চির মা খিন চিকে উপহার হিসেবে দিয়েছিল সরকার। কিন্তু পরে সু চির বড় ভাইও এই সম্পত্তিতে ভাগ দাবি করে আদালতে মামলা করেন। ২০১৯ সালে আদালত তাঁকে সম্পত্তি বিক্রি ও ভাগ পাওয়ার অনুমতি দেন।

তবে বারবার নিলাম আয়োজন করেও কেনাবেচা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক গুরুত্ব, সেনা অভ্যুত্থানের পরবর্তী অস্থিরতা এবং সু চির উত্তরাধিকারের প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় অনেকে এই সম্পত্তি কেনা থেকে বিরত থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

নিলাম নিয়ে সামরিক সরকার কোনো মন্তব্য না করলেও অনেকে মনে করছেন, সু চির ঐতিহ্য মুছে ফেলার জন্য এ এক মরিয়া চেষ্টা। ২০২১ সালের অভ্যুত্থানের পর গঠিত ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা এই বাসভবনকে সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করে বিক্রি ও ধ্বংস নিষিদ্ধ করেছেন।

এই ঐতিহাসিক বাড়িতে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি নেতা সফর করেছেন, যাঁদের মধ্যে রয়েছেন বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও সাবেক জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

এই পর্যন্ত ২০২৪ সালের মার্চ, আগস্ট এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনবার নিলাম আয়োজিত হলেও কেউ আগ্রহ দেখাননি। এবার চতুর্থ প্রচেষ্টাও ব্যর্থ হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত