Ajker Patrika

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
আপডেট : ০২ মে ২০২৫, ২২: ২১
গ্রেপ্তার আমিনুর রহমান। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার আমিনুর রহমান। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় আমিনুর রহমান (২৪) নামের এক ইমামকে পাটকেলঘাটা এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এদিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সানজিদা আক্তার তুলি তালা উপজেলার ঘোনা গ্রামের কামরুল মোড়লের মেয়ে এবং তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির উঠানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তুলি। তখন তিনি একাই বাড়িতে ছিলেন। তাঁর মা ছিলেন অন্যের বাড়িতে কাজে, আর বাবা খুলনায় রিকশা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীরে আগুন লাগানোর আগে তুলির হাতে কলম দিয়ে ‘আমিনুর’ নাম লেখা ছিল। এলাকাবাসীর দাবি, তুলির বাড়ির পাশের মসজিদে তিন মাস আগে ইমাম হিসেবে কর্মরত ছিলেন আমিনুর রহমান। তুলি তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং এলাকা ছেড়ে চলে যান।

মামলায় উল্লেখ করা হয়, আমিনুর রহমান কয়েক বছর ধরে তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কাজ করতেন। সম্প্রতি মসজিদের পাশের কলেজছাত্রী সানজিদা আক্তার তুলির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাঁকে প্রস্তাব দেন বিয়ের। একপর্যায়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যান। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন তুলি। একপর্যায়ে তিনি বাড়িতে কেউ না থাকার সুযোগে বেলা ১১টার দিকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় নেওয়ার পথে তুলির মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল, সাতক্ষীরা সার্কেল এসপি মো. হাসানুর রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহীনুর রহমান বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তুলির লাশ আজ বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তাঁর বাবা বাদী হয়ে আমিনুরের নাম উল্লেখ করে ঘটনার দিন রাতেই থানায় মামলা করেছেন। আমিনুরকে গতকাল রাতে পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত