Ajker Patrika

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মো. সেলিম ফারুককে আহ্বায়ক এবং এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সদস্যসচিব ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সোহেল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু ও রেজাউল ইসলাম কালু।

বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

বিষয়টি বুধবার রাত পৌনে ১০টার দিকে নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। তিনি বলেন, ‘আমাকে সবাই দোয়া করবেন, যেন সফল এবং সুন্দরভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারি। এ জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

দলীয় সূত্র জানায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আ খ ম আলমগীর সরকার সভাপতি ও জরুহুল আলম সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত