Ajker Patrika

মাদক দমনে ডিজির প্রশংসাপত্র পেলেন ডিডি জিললুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদক দমনে ডিজির প্রশংসাপত্র পেয়েছেন ডিডি জিললুর। ছবি: সংগৃহীত
মাদক দমনে ডিজির প্রশংসাপত্র পেয়েছেন ডিডি জিললুর। ছবি: সংগৃহীত

মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালকের (ডিজি) বিশেষ প্রশংসা পেয়েছেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. জিললুর রহমান। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মো. হাসান মারুফ তাঁকে আনুষ্ঠানিকভাবে একটি প্রশংসাপত্র তুলে দেন।

সবশেষ রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেপ্তার করেন তিনি। এর আগেও উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে ২৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এক ক্যালেন্ডার বছরে সর্বমোট ১ হাজার ৩৫৩ কেজি গাঁজা উদ্ধার করেন তিনি। অধিদপ্তরের ইতিহাসে গাঁজা ও হেরোইনের এখন পর্যন্ত সবচেয়ে বড় মাদক চালান তিনি জব্দ করেছেন।

২০২৩ সালের ৪ ডিসেম্বর অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়নে পারফরম্যান্স বিবেচনায় পুরস্কার দেওয়ার একটি নীতিমালা তৈরি করে ডিএনসি। অতিরিক্ত মহাপরিচালককে সভাপতি করে গঠিত সাত সদস্যের ওই কমিটি মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়ন করে পুরস্কারের জন্য সুপারিশ করে থাকে।

প্রশংসাপত্রের বিষয়ে জানতে চাইলে মো. জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মহাপরিচালক মহোদয়ের এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের যোদ্ধাদের আরও দৃঢ়ভাবে কাজ করতে উৎসাহিত করবে। আমি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত