Ajker Patrika

হাসপাতালে সন্তানদের মারছিলেন অন্য রোগীর স্বজনেরা, মায়ের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হাসপাতালে মারামারির দৃশ্য দেখে খুলনায় খুকুমনি বেগম (৭৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস রোগ নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন খুকুমনি বেগম। সেখানে আগে থেকে ভর্তি ছিলেন উপজেলার আলমতলা গ্রামের মকছেদ মালী। তাঁরা দুজনেই হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

দুপুরের দিকে খুকুমনি বেগম বাথরুমে যান। সেখান থেকে ফেরার পথে তাঁর পায়ে লেগে মকছেদ মালীর ফ্যানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে উভয় লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার পরে মকছেদের স্বজনেরা খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম ও মেয়েকে বেধড়ক মারধর করেন। এ ঘটনা দেখে খুকুমনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।

খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম বলেন, ‘আমাদের মারধরের ঘটনা আমার বৃদ্ধ মা সহ্য করতে পারেননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার মণ্ডল জানান, খুকুমনি গুরুতর অসুস্থতা নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন। দুই রোগীর স্বজনদের মারামারি দেখে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান।

পাইকগাছা-কয়রার ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে স্থানীয় থানা–পুলিশকে বিষয়টি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত