সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
অবরোধের মুখে বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করেন উপদেষ্টারা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বহরে আটকা পড়া অন্য দুজন উপদেষ্টা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে পুলিশ বাহিনীকে নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে—এটা আশা করা যায় না।’ এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া চলমান। বিচারকার্য চলা অবস্থায় গোপালগঞ্জের এ রকম হামলার নিন্দা জানান তাঁরা। তাঁরা আশ্বস্ত করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনে এখনো যাঁদের নামে মামলা রয়েছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।
অবরোধের মুখে বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করেন উপদেষ্টারা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বহরে আটকা পড়া অন্য দুজন উপদেষ্টা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে পুলিশ বাহিনীকে নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে—এটা আশা করা যায় না।’ এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া চলমান। বিচারকার্য চলা অবস্থায় গোপালগঞ্জের এ রকম হামলার নিন্দা জানান তাঁরা। তাঁরা আশ্বস্ত করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনে এখনো যাঁদের নামে মামলা রয়েছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অনেক জায়গায় এখনও পড়ে আছে ইটপাটকেল, বাঁশ, ভাঙা তোরণ ও কেটে ফেলা গাছ। এগুলো যান চলাচলে বাধা সৃষ্টি করছে। সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পড়ে থাকা একটি রেইনট্রি গাছ সরানোর চেষ্টা করেন স্থানীয় এক নারী, রোজিনা বেগম
২২ মিনিট আগেপ্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানিয়েছেন, ২০২৫-২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের। এরমধ্যে ২টি অয়েল ট্যাঙ্কার ও ৩টি ল্যান্ডিং ক্রাফট। আরব আমিরাতের একই ক্রেতা প্রতিষ্ঠানের (মারওয়ান শিপিং) কাছ থেকে ক্রয়াদেশ পেয়ে ইতোমধ্যে জাহা
১ ঘণ্টা আগেরংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবাসাইল ইউনিয়নের বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসের কিছু সেবা সম্পর্কে জানতে অনলাইনে খুঁজেছি। কিন্তু সাইটে কোনো তথ্য পাইনি। বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। এতে সময় ও খরচ—দুটোই বেড়েছে।’
২ ঘণ্টা আগে