Ajker Patrika

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ২১: ৩৫
সৈয়দপুরে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: আজকের পত্রিকা
সৈয়দপুরে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

অবরোধের মুখে বেশ কিছুক্ষণ গাড়িতে অপেক্ষা করেন উপদেষ্টারা। এ সময় গাড়ি থেকে নেমে এনসিপির নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বহরে আটকা পড়া অন্য দুজন উপদেষ্টা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার ও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সেখানে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে পুলিশ বাহিনীকে নিজের মতো করে সাজিয়েছেন। তারা আমাদের পুরোপুরি সহযোগিতা করবে—এটা আশা করা যায় না।’ এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া চলমান। বিচারকার্য চলা অবস্থায় গোপালগঞ্জের এ রকম হামলার নিন্দা জানান তাঁরা। তাঁরা আশ্বস্ত করেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। এ ছাড়া জুলাই আন্দোলনে এখনো যাঁদের নামে মামলা রয়েছে, সেগুলো দ্রুত তুলে নেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত