Ajker Patrika

দাঁড়িয়ে থাকা ট্রাক-পুলিশের গাড়িতে বাসের ধাক্কায় নিহত ২, পুলিশ সদস্যসহ আহত ৭

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১: ০৬
রংপুরে দুর্ঘটনাকবলিত সেই বাস। ছবি: আজকের পত্রিকা
রংপুরে দুর্ঘটনাকবলিত সেই বাস। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন এবং পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—টাঙ্গাইলের ধনবাড়ী বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১), জামালপুর সদরে হাজীপাড়া-বজ্রাপুর এলাকার আশরাফুল আলম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে সরিয়ে নিতে বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ চালককে ডাকছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের গাড়ি ও দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুই বাসযাত্রী নিহত হন। দুর্ঘটনায় বড়দরগা হাইওয়ে থানার ডিউটিরত কনস্টেবল মিজানুর রহমান, সার্জেন্ট পলাশ চন্দ্র পাল এবং বাসের যাত্রী রংপুরের হারাগাছের ধুমেরকুটি এলাকার শাহাদাতসহ ৭ জন আহত হন।

দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা
দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কনস্টেবল মিজানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘রাতে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে, সেখানে আমাদের টিম যায়। এ সময় পেছন থেকে বাসটি ট্রাক ও আমাদের টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত হন। আমাদের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছে ৭ জন। দুর্ঘটনার শিকার বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত