Ajker Patrika

সরকারি দপ্তরের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য

আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
সিরাজদিখান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য।
সিরাজদিখান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ওয়েবসাইটে নেই হালনাগাদ তথ্য। অনেক ওয়েবসাইটে ঢুকতেই সমস্যা দেখা দিচ্ছে। এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বন বিভাগ, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ সমিতিসহ একাধিক দপ্তরের ওয়েবসাইটে এখনো রয়েছে সাবেক কর্মকর্তাদের নাম ও ছবি। কোথাও কোথাও সাধারণ নাগরিকদের জন্য সেবার ধরন, আবেদনের প্রক্রিয়া বা যোগাযোগের তথ্যও স্পষ্টভাবে দেওয়া হয়নি।

এ ছাড়া উপজেলা সেটেলমেন্ট অফিস, একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স ফর এডুকেশন সেন্টার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং পল্লী ফাউন্ডেশনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছে না। এতে এসব সেবা অনলাইন থেকে পাওয়া সম্ভব হচ্ছে না।

বাসাইল ইউনিয়নের বাসিন্দা মো. আরিফ হোসেন বলেন, ‘সাব-রেজিস্ট্রার অফিসের কিছু সেবা সম্পর্কে জানতে অনলাইনে খুঁজেছি। কিন্তু সাইটে কোনো তথ্য পাইনি। বাধ্য হয়ে অফিসে যেতে হয়েছে। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে।’

শিক্ষিকা রোকসানা পারভীন বলেন, ‘স্কুলের উপবৃত্তির ফরম খুঁজতে গিয়ে দেখি শিক্ষা অফিসের ওয়েবসাইটে গত পাঁচ বছরেও কোনো তথ্য হালনাগাদ হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক।’

সাংবাদিকদের অভিযোগ, রিপোর্ট তৈরির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও যোগাযোগের তথ্যের প্রয়োজন হয়। কিন্তু অধিকাংশ দপ্তরের ওয়েবসাইটে তা পাওয়া যায় না। ফলে দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমি তিন মাস আগে যোগ দিয়েছি। কিন্তু এখনো অফিসের ওয়েবসাইটে আগের কর্মকর্তার ছবি ও তথ্য রয়েছে। বিষয়টি আমার জানা আছে। এক সপ্তাহের মধ্যে হালনাগাদ করব।’

পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. নুরুল আলম ভূঁইয়া বলেন, ‘আমাদের ওয়েবসাইটটি মুন্সিগঞ্জ অফিস থেকে হালনাগাদ করা হয়। তাদের জানানো হবে, যেন দ্রুত আপডেট করে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ গড়িমসি করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত