মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পরদিন পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পাইকপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে পাশের এলাকার নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকেরা। বৃহস্পতিবার জমিতে পাট কাটতে গিয়ে লামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা রেবেবা বেগম বলেন, ‘লামিয়া একটি ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলত। বুধবার বিকেলে একটি ফোন পেয়ে কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাটকাটা শ্রমিকেরা লামিয়ার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়। আমার মেয়েকে হয়তো হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের রাজৈরে নিখোঁজের পরদিন পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পাইকপাড়া গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে পাশের এলাকার নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকেরা। বৃহস্পতিবার জমিতে পাট কাটতে গিয়ে লামিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা রেবেবা বেগম বলেন, ‘লামিয়া একটি ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলত। বুধবার বিকেলে একটি ফোন পেয়ে কারও কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাটকাটা শ্রমিকেরা লামিয়ার গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় দেখে আমাদের খবর দেয়। আমার মেয়েকে হয়তো হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদক দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালকের (ডিজি) বিশেষ প্রশংসা পেয়েছেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডেপুটি ডিরেক্টর) মো. জিললুর রহমান। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মো. হাসান মারুফ তাঁকে আনুষ্ঠানিকভাবে
৯ মিনিট আগেহাসপাতালে মারামারির দৃশ্য দেখে খুলনায় খুকুমনি বেগম (৭৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী।
২৮ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ভেসে ওঠা লাশটি বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর।
৩৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র ১ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটেছে। তাঁর মধ্যে একজনকে কুপিয়ে এবং অন্যজনকে গুলি করে হত্যা করা হয়। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে সংঘটিত এসব ঘটনায় পুরোনো শত্রুতা ও বিরোধকেই কেন্দ্র করে হামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক
৩৩ মিনিট আগে