নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে। অন্যদিকে ভারতের মাটিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট কার্যক্রমও সম্প্রতি বাতিল করা হয়েছে।
আর পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধ শুরু ‘হয় হয়’ অবস্থা ভারতের। কাশ্মীর সীমান্তে গোলগুলি চলছে কয়েক দিন ধরে। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্বনির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।
তবে বিসিবি সিরিজ বাতিলের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরনের রাজনৈতিক বা সামাজিক মন্তব্য ক্রিকেটকে প্রভাবিত করবে না বলে আমরা আশাবাদী। সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাবই বজায় রেখেছে। ভারতীয় দলের এই সফর আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ। এটি সময়মতো হলে ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথম বাংলাদেশ সফর করবে ভারত।
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কে একধরনের অস্থিরতা বিরাজ করছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি কার্যক্রম চললেও রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়েছে। অন্যদিকে ভারতের মাটিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট কার্যক্রমও সম্প্রতি বাতিল করা হয়েছে।
আর পাকিস্তানের সঙ্গে তো যুদ্ধ শুরু ‘হয় হয়’ অবস্থা ভারতের। কাশ্মীর সীমান্তে গোলগুলি চলছে কয়েক দিন ধরে। এমন পরিস্থিতিতে এই অঞ্চলের ক্রিকেট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে, আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি করছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্বনির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।
তবে বিসিবি সিরিজ বাতিলের আশঙ্কা উড়িয়ে দিয়েছে। বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেন, ‘বিসিসিআই ও বিসিবির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই ধরনের রাজনৈতিক বা সামাজিক মন্তব্য ক্রিকেটকে প্রভাবিত করবে না বলে আমরা আশাবাদী। সিরিজ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়াবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত পারস্পরিক সহযোগিতার মনোভাবই বজায় রেখেছে। ভারতীয় দলের এই সফর আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের (এফটিপি) অংশ। এটি সময়মতো হলে ২০২২ সালের ডিসেম্বরের পর প্রথম বাংলাদেশ সফর করবে ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩০ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে