Ajker Patrika

বকেয়ার পুরো টাকা পরিশোধ করবে বাংলাদেশ—আশাবাদী আদানি

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ৩০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।

দিলীপ ঝা জানিয়েছেন, ২০১৭ সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ ইতিমধ্যে ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপে ছিল। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এবং গত আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে দেনা পরিশোধে হিমশিম খাচ্ছিল।

এর ফলে, গত বছর আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে কোম্পানির সিএফও দিলীপ ঝা জানিয়েছেন, এখন বাংলাদেশ মাসিক বিলের চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করছে, যার ফলে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা যে অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের তুলনায় বেশি।’

ঝা আরও বলেন, ‘আমরা আশাবাদী, শুধু চলতি মাসের বিলই নয়, পুরোনো বকেয়াগুলোও ধীরে ধীরে পরিশোধ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত