অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, ‘অনেকে এটা জানে না, হয়তো অজ্ঞতা বা সচেতনতার অভাবেই। কিন্তু প্রস্রাব পান করা আসলে যোগব্যায়ামের একটি অনুশীলন। আমি নিজে এটা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ এক চর্চা। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—সম্পূর্ণ প্রস্রাব পান করা হয় না, প্রসাবের নির্দিষ্ট একটি অংশ যেটা অমৃত হিসেবে ধরা হয়। এটি অ্যান্টি-এজিং বা বয়সনিরোধক, ত্বকে বলিরেখা দূর করে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই উপকারী। আমি নিজে এর সুফল পেয়েছি।’
বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকা প্রসঙ্গে অনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজ্ঞান কত পুরোনো? ২০০ বছরের। আর যোগব্যায়াম? ১০ হাজার বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে।’
এদিকে পরেশ রাওয়াল ‘দ্য লালনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ তাঁকে নিজের প্রস্রাব সকালে খালি পেটে পান করার পরামর্শ দিয়েছিলেন।
পরেশ বলেন, ‘বীরুজি আমাকে দেখতে এসেছিলেন, যখন আমি নানাবতি হাসপাতালে ছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? আমি বললাম, আমার পায়ে ব্যথা। তিনি বললেন, ‘‘নিজের প্রস্রাব সকালে প্রথমে পান করো। সব যোদ্ধাই এটা করে। এতে শরীরে কোনো সমস্যা হবে না। শুধু সকালে প্রস্রাব খাও। মদ খাবে না, আমি তো ছেড়েই দিয়েছিলাম, খাসির মাংস, তামাক—কিছুই না। শুধু সাধারণ খাবার খাবে আর সকালে প্রস্রাব।’”
তবে পরেশ রাওয়ালের এই বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত এই চিকিৎসক বলেন, ‘কোনো বলিউড অভিনেতা বলেছেন বলে নিজের (অথবা অন্যের) প্রস্রাব পান করবেন না। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রস্রাব পান করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।’
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে অনু আগারওয়াল বলেন, ‘অনেকে এটা জানে না, হয়তো অজ্ঞতা বা সচেতনতার অভাবেই। কিন্তু প্রস্রাব পান করা আসলে যোগব্যায়ামের একটি অনুশীলন। আমি নিজে এটা করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ এক চর্চা। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে—সম্পূর্ণ প্রস্রাব পান করা হয় না, প্রসাবের নির্দিষ্ট একটি অংশ যেটা অমৃত হিসেবে ধরা হয়। এটি অ্যান্টি-এজিং বা বয়সনিরোধক, ত্বকে বলিরেখা দূর করে এবং সামগ্রিক সুস্থতার জন্য খুবই উপকারী। আমি নিজে এর সুফল পেয়েছি।’
বিজ্ঞানের পক্ষ থেকে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ না থাকা প্রসঙ্গে অনুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিজ্ঞান কত পুরোনো? ২০০ বছরের। আর যোগব্যায়াম? ১০ হাজার বছর ধরে চলছে। তাহলে আপনি কার কথা শুনবেন? আমি সম্পূর্ণরূপে এর পক্ষে।’
এদিকে পরেশ রাওয়াল ‘দ্য লালনটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনেতা অজয় দেবগণের বাবা বীরু দেবগণ তাঁকে নিজের প্রস্রাব সকালে খালি পেটে পান করার পরামর্শ দিয়েছিলেন।
পরেশ বলেন, ‘বীরুজি আমাকে দেখতে এসেছিলেন, যখন আমি নানাবতি হাসপাতালে ছিলাম। উনি এসে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? আমি বললাম, আমার পায়ে ব্যথা। তিনি বললেন, ‘‘নিজের প্রস্রাব সকালে প্রথমে পান করো। সব যোদ্ধাই এটা করে। এতে শরীরে কোনো সমস্যা হবে না। শুধু সকালে প্রস্রাব খাও। মদ খাবে না, আমি তো ছেড়েই দিয়েছিলাম, খাসির মাংস, তামাক—কিছুই না। শুধু সাধারণ খাবার খাবে আর সকালে প্রস্রাব।’”
তবে পরেশ রাওয়ালের এই বক্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত এই চিকিৎসক বলেন, ‘কোনো বলিউড অভিনেতা বলেছেন বলে নিজের (অথবা অন্যের) প্রস্রাব পান করবেন না। এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রস্রাব পান করলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।’
তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে