Ajker Patrika

করোনা মহামারির তীব্রতা এই বছরের মাঝামাঝি শেষ হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫৪
করোনা মহামারির তীব্রতা এই বছরের মাঝামাঝি শেষ হতে পারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

বিশ্বে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হলে চলতি বছরের মাঝামাঝি শেষ হতে পারে করোনা মহামারির তীব্রতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল শুক্রবার এমনটি জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এই বছরের জুন, জুলাই মাসের মাঝামাঝি ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে। এমনটি হলে এই বছর মহামারির তীব্র পর্যায় শেষ হবে। যদি ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয় তাহলে তীব্র পর্যায় সত্যিই শেষ হতে পারে এবং আমরা এটাই আশা করছি। এটা আমাদের হাতে। এটা সুযোগের বিষয় নয়। এটা পছন্দের ব্যাপার।

আফ্রিকার করোনা টিকার সংকট মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে টিকা তৈরি করছে দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক। এই কোম্পানিগুলো গতকাল শুক্রবার পরিদর্শনে যান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

দক্ষিণ আফ্রিকায় তৈরি টিকাগুলো আগামী নভেম্বরে ট্রায়াল দেওয়া হবে। আশা করা যাচ্ছে ২০২৪ নাগাদ টিকাগুলো অনুমোদন পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত