পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার এনজেরেকোরে শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। তিনি অতিথি দল লাবের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বের করে দেন এবং একটি বিতর্কিত পেনাল্টি কিক দেন। এরপরই মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুই দলের সমর্থকেরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের মধ্যে বের হতে গিয়ে পদদলিত হয়ে হতাহত হন অনেকে। রয়টার্স জানিয়েছে, সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতির আরও অবনতি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেকে দৌড়ে পালাচ্ছেন। বহু মানুষ মাটিতে পড়ে আছেন।
সরকারিভাবে ৫৬ জন নিহতের কথা নিশ্চিত করা হলেও স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর ধারণা, মৃতের সংখ্যা শ খানেক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। করিডরের মেঝেতেও অনেকের মরদেহ পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।’
রয়টার্স জানিয়েছে, গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এনজেরেকোরে শহরটির অবস্থান রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে। শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ। গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ হিসেবে শহরটিতে ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মামাদি দুম্বুয়া। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসির দাবি, ভোটকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন বাড়াতেই ওই টুর্নামেন্টের আয়োজন করেছে জান্তা সরকার।
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার এনজেরেকোরে শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘটনাটি ঘটে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে। তিনি অতিথি দল লাবের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে বের করে দেন এবং একটি বিতর্কিত পেনাল্টি কিক দেন। এরপরই মাঠে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দুই দলের সমর্থকেরা মাঠে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের মধ্যে বের হতে গিয়ে পদদলিত হয়ে হতাহত হন অনেকে। রয়টার্স জানিয়েছে, সংঘাত নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে পরিস্থিতির আরও অবনতি হয়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেকে দৌড়ে পালাচ্ছেন। বহু মানুষ মাটিতে পড়ে আছেন।
সরকারিভাবে ৫৬ জন নিহতের কথা নিশ্চিত করা হলেও স্থানীয় হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর ধারণা, মৃতের সংখ্যা শ খানেক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। করিডরের মেঝেতেও অনেকের মরদেহ পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।’
রয়টার্স জানিয়েছে, গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এনজেরেকোরে শহরটির অবস্থান রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে। শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ। গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ হিসেবে শহরটিতে ওই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
২০২১ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মামাদি দুম্বুয়া। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসির দাবি, ভোটকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন বাড়াতেই ওই টুর্নামেন্টের আয়োজন করেছে জান্তা সরকার।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণ ভারতের জন্য টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। অস্ত্র রপ্তানি বাড়ানোর দায়িত্বে কর্মরত এক ভারতীয় কর্মকর্তা বলেন, পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রভান্ডার ইউক্রেনে পাঠিয়েছে। রাশিয়ার কারখানাগুলো শুধু তাদের যুদ্ধের জন্যই অস্ত্র তৈরি করছে। ফলে যেসব দেশ ওয়াশিংটন...
৯ ঘণ্টা আগেসম্প্রতি এক ভিডিওতে ভারতের দীর্ঘ পথের ট্রেনযাত্রাকে ‘মানসিকভাবে ভেঙে পড়ার’ মতো অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ফরাসি ইউটিউবার ভিক্টর ব্লাহো। তিনি বিদেশি পর্যটকদের পরামর্শ দিয়েছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা ভালো বাজেট না থাকলে ভারতের দীর্ঘ দূরত্বের ট্রেনভ্রমণ এড়িয়ে চলা উচিত।
১০ ঘণ্টা আগেবিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) আশঙ্কা প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতির কারণে চলতি বছরই বিশ্বজুড়ে পণ্যবাণিজ্য হ্রাস পাবে। এ ছাড়াও পারস্পরিক শুল্ক আরোপ ও রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন গভীর নেতিবাচক ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাণিজ্যে আরও বড় ধরনের পতন ডেকে আনতে পারে।
১১ ঘণ্টা আগেবর্তমানে ছোট ওষুধ (পিল বা ক্যাপসুল) বাজারে আসার ৯ বছর পর মেডিকেয়ার মূল্য আলোচনার জন্য যোগ্য হয়। ট্রাম্প প্রশাসন এটিকে ১৩ বছর করতে চায়, যা বায়োটেক ওষুধের সমতুল্য। তবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, বর্তমান নিয়ম নতুন ওষুধ উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। আগে এই বিষয় নিয়ে তারা আলোচনা করতে
১২ ঘণ্টা আগে