শরীরে নীরবে বাসা বাঁধে ক্যানসার। অনেকের ক্ষেত্রে এমন একপর্যায়ে গিয়ে এই রোগটি শনাক্ত হয়, যখন আর করার কিছুই থাকে না। তবে মার্কিন বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁদের আবিষ্কৃত নতুন একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে অন্তত ১৮টি ক্যানসার একেবারে শুরুর দিকেই শনাক্ত করা সম্ভব। চিকিৎসাবিজ্ঞানী নতুন আবিষ্কারকে ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয় ক্যানসারে। তবে প্রাথমিক পর্যায়ে এই রোগটিকে শনাক্ত করা সম্ভব হলে মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। বর্তমানে ক্যানসার শনাক্ত করার জন্য যেসব পরীক্ষা রয়েছে, সেগুলো অনেক সময় নির্ভুল তথ্য দিতে ব্যর্থ হয় এবং এসব পরীক্ষার খরচও বেশি।
তবে মার্কিন গবেষকদের আবিষ্কৃত নতুন ডিএনএ পরীক্ষাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটি রক্তের প্রোটিন বিশ্লেষণ করে শরীরের প্রধান অঙ্গগুলোতে বাসা বাঁধে এমন ১৮টি ক্যানসারকে শুরুর দিকেই শনাক্ত করতে পারবে। বিএমজে অনকোলোজি জার্নালে প্রকাশিত এ-সম্পর্কিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষাটি লিঙ্গভেদে ক্যানসারের অনেক পার্থক্য বাছাই করতে সাহায্য করতে পারে। এর মধ্যে পুরুষ ও নারীদের মধ্যে রোগের পরিবর্তনের ক্ষেত্রে বয়স, ক্যানসারের ধরন এবং জেনেটিক পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষক দলটি দাবি করেছে, তাদের আবিষ্কৃত নতুন পরীক্ষাটি চলমান পরীক্ষাগুলোকে ছাড়িয়ে গেছে এবং অনেক বেশি সংবেদনশীলতা দেখিয়েছে।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা চিকিৎসার আগে বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত ৪৪০ জন এবং ৪৪ জন সুস্থ রক্তদাতার কাছ থেকে রক্তের প্লাজমা নমুনা সংগ্রহ করেছিলেন। প্রতিটি নমুনায় তাঁরা ক্যানসারের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত তিন হাজারের বেশি প্রোটিন পরিমাপ করেছেন।
শরীরে নীরবে বাসা বাঁধে ক্যানসার। অনেকের ক্ষেত্রে এমন একপর্যায়ে গিয়ে এই রোগটি শনাক্ত হয়, যখন আর করার কিছুই থাকে না। তবে মার্কিন বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁদের আবিষ্কৃত নতুন একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে অন্তত ১৮টি ক্যানসার একেবারে শুরুর দিকেই শনাক্ত করা সম্ভব। চিকিৎসাবিজ্ঞানী নতুন আবিষ্কারকে ‘গেম চেঞ্জার’ হিসেবে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয় ক্যানসারে। তবে প্রাথমিক পর্যায়ে এই রোগটিকে শনাক্ত করা সম্ভব হলে মৃত্যুর হার অনেকাংশেই কমে যাবে। বর্তমানে ক্যানসার শনাক্ত করার জন্য যেসব পরীক্ষা রয়েছে, সেগুলো অনেক সময় নির্ভুল তথ্য দিতে ব্যর্থ হয় এবং এসব পরীক্ষার খরচও বেশি।
তবে মার্কিন গবেষকদের আবিষ্কৃত নতুন ডিএনএ পরীক্ষাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটি রক্তের প্রোটিন বিশ্লেষণ করে শরীরের প্রধান অঙ্গগুলোতে বাসা বাঁধে এমন ১৮টি ক্যানসারকে শুরুর দিকেই শনাক্ত করতে পারবে। বিএমজে অনকোলোজি জার্নালে প্রকাশিত এ-সম্পর্কিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষাটি লিঙ্গভেদে ক্যানসারের অনেক পার্থক্য বাছাই করতে সাহায্য করতে পারে। এর মধ্যে পুরুষ ও নারীদের মধ্যে রোগের পরিবর্তনের ক্ষেত্রে বয়স, ক্যানসারের ধরন এবং জেনেটিক পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষক দলটি দাবি করেছে, তাদের আবিষ্কৃত নতুন পরীক্ষাটি চলমান পরীক্ষাগুলোকে ছাড়িয়ে গেছে এবং অনেক বেশি সংবেদনশীলতা দেখিয়েছে।
নতুন গবেষণায় বিজ্ঞানীরা চিকিৎসার আগে বিভিন্ন ধরনের ক্যানসারে আক্রান্ত ৪৪০ জন এবং ৪৪ জন সুস্থ রক্তদাতার কাছ থেকে রক্তের প্লাজমা নমুনা সংগ্রহ করেছিলেন। প্রতিটি নমুনায় তাঁরা ক্যানসারের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত তিন হাজারের বেশি প্রোটিন পরিমাপ করেছেন।
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
২১ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
২১ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
২১ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
২১ ঘণ্টা আগে