Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২৩: ৫৫
ফাইল ছবি
ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনটি মৃত্যুই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে হয়েছে। তাদের একজন সৈয়দপুর থেকে এসেছে। অন্য দুজন ডিএসসিসি এলাকার বাসিন্দা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ১২১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৪০ ও দক্ষিণ সিটিতে ৮১ জন।

ঢাকার বাইরে বরিশালে সবচেয়ে বেশি—১২৭ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৬৮, চট্টগ্রামে ৫১, খুলনায় ৩৩, রাজশাহীতে ২৯, ময়মনসিংহে আট, রংপুরে পাঁচ ও সিলেট বিভাগে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৩ জন, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে মৃত্যু হয়েছিল ১৯ জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত ও মে মাসে তিনজন মারা গেছে। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জুলাই মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেখা গেছে। এ মাসে ২২ জুলাই পর্যন্ত ভর্তি হয়েছে ৭ হাজার ৭৩০ জন। জুনে ৫ হাজার ৯৫১, মে মাসে ১ হাজার ৭৭৩, এপ্রিলে ৭০১, মার্চে ৩৩৬, ফেব্রুয়ারিতে ৩৭৪ ও জানুয়ারিতে ১১৬১ জন রোগী ভর্তি হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬ জনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত