অনলাইন ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, চীনা কর্মকর্তাদের অবশ্যই দেশটির করোনা সংক্রমণের সঠিক তথ্য প্রকাশ করতে হবে। কারণ চীনে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহ আগে চীন সরকার করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে। সি চিন পিং সরকার ‘শূন্য কোভিড নীতি’ থেকে সরে এসেছে। এরপর থেকে দেশটিকে করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। সম্প্রতি বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনার পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের হাসপাতালগুলোতে কতজন করোনার রোগী ভর্তি রয়েছে, কতজন নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি রয়েছে এবং করোনা সংক্রমণজনিত কারণে কতজন মারা যাচ্ছে, সেসব তথ্য তারা জানতে চায়। এমনকি কতজনকে এ পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে, সেই তথ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের কাছে জানতে চেয়েছে।
এদিকে চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান ও তাইওয়ান চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। কারণ চীনা ভ্রমণকারীদের মাধ্যমে সেই সব দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিটি জারি করেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, করোনা মহামারি পরিস্থিতির সঠিক ও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্বল ও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়ার তথ্য প্রকাশ করতে বলা হয়েছে।
চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকেও সঠিক সময়ে করোনার তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলেছে, ঝুঁকি মূল্যায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সঠিক সময়ে সঠিক তথ্য জানা খুবই জরুরি।
করোনা ভাইরাসের ক্রমাগত পরিবর্তন নিয়ে আগামী মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত উপদেষ্টা দল একটি সভা করবে। সেই সভায় যাতে করোনার বর্তমান পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করা যায়, এর জন্যই চীনকে সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চীন সরকার জানিয়েছে, দেশটিতে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই সংখ্যা আরও অনেক বেশি হবে। প্রতিদিন অন্তত ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে, এ মাসে মাত্র ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এয়ারফিনিটি বলেছে, চীনে প্রতিদিন অন্তত ৯ হাজার মানুষ করোনাজনিত রোগে মারা যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, চীনা কর্মকর্তাদের অবশ্যই দেশটির করোনা সংক্রমণের সঠিক তথ্য প্রকাশ করতে হবে। কারণ চীনে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কয়েক সপ্তাহ আগে চীন সরকার করোনার বিধিনিষেধ তুলে নিয়েছে। সি চিন পিং সরকার ‘শূন্য কোভিড নীতি’ থেকে সরে এসেছে। এরপর থেকে দেশটিকে করোনা সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। সম্প্রতি বেশ কয়েকটি দেশ চীনা ভ্রমণকারীদের ওপর করোনার পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের হাসপাতালগুলোতে কতজন করোনার রোগী ভর্তি রয়েছে, কতজন নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি রয়েছে এবং করোনা সংক্রমণজনিত কারণে কতজন মারা যাচ্ছে, সেসব তথ্য তারা জানতে চায়। এমনকি কতজনকে এ পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে, সেই তথ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের কাছে জানতে চেয়েছে।
এদিকে চীনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান ও তাইওয়ান চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। কারণ চীনা ভ্রমণকারীদের মাধ্যমে সেই সব দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃতিটি জারি করেছে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, করোনা মহামারি পরিস্থিতির সঠিক ও সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করতে চীনের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্বল ও ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়ার তথ্য প্রকাশ করতে বলা হয়েছে।
চীনের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকেও সঠিক সময়ে করোনার তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচও বলেছে, ঝুঁকি মূল্যায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সঠিক সময়ে সঠিক তথ্য জানা খুবই জরুরি।
করোনা ভাইরাসের ক্রমাগত পরিবর্তন নিয়ে আগামী মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত উপদেষ্টা দল একটি সভা করবে। সেই সভায় যাতে করোনার বর্তমান পরিস্থিতি সঠিকভাবে বিশ্লেষণ করা যায়, এর জন্যই চীনকে সঠিক তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
চীন সরকার জানিয়েছে, দেশটিতে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, এই সংখ্যা আরও অনেক বেশি হবে। প্রতিদিন অন্তত ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।
সরকারের তরফ থেকে আরও বলা হয়েছে, এ মাসে মাত্র ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা এয়ারফিনিটি বলেছে, চীনে প্রতিদিন অন্তত ৯ হাজার মানুষ করোনাজনিত রোগে মারা যাচ্ছে।
ক্যানসারের টিকা নিয়ে সুখবর দিচ্ছে রাশিয়া। দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, তারা চলতি বছরের গ্রীষ্মে ক্যানসারের টিকার অনুমোদন পাবে। আগামী সেপ্টেম্বরে এই টিকা রোগীদের দেওয়া শুরু হতে পারে।
৩ দিন আগেস্বাস্থ্যসেবাকে জনমুখী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিতে গঠিত সংস্কার কমিশন ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কমিশন ফেব্রুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
৫ দিন আগেশিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
৭ দিন আগেদিন দিন ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর চিকিৎসাপদ্ধতি এবং ওষুধ সহজলভ্য করার বিভিন্ন গবেষণা। এবার স্কটল্যান্ডের গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ এআই টুল। এটি চোখ পরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে সাহায্য করবে।
৭ দিন আগে