নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনে যেসব চিকিৎসক ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্য থেকে দুজন সহকারী স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবিসহ আরও ১৭ দাবি পেশ করে সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার হাতে সফল বিপ্লবের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে কাজ করছে, স্বাস্থ্য খাত সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্বাস্থ্য খাতে বর্তমান স্থবিরতা এবং অস্থিরতার পেছনে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র সক্রিয় আছে মর্মে চিকিৎসক সমাজের কাছে স্পষ্ট।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়াতে ছাত্র সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্য থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ন্যূনতম দুজনকে নিয়োগ করতে হবে।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে–ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্র-জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছে, তাদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে তাদের বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে।
আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী, অন্যায়ের প্রতিবাদকারী যেসব চিকিৎসককে হয়রানিমূলক বদলি করা হয়েছে, সেই বদলি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
বিগত ১৫ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সব বিভাগ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
এ ছাড়া দাবিতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদের দোসর, যাদের স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে, তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদ হোসেন জানান, তারা আন্দোলনে হতাহতদের তালিকা করেছেন। বিভিন্ন হাসপাতালে খোঁজ রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন যাতে সবাই সুচিকিৎসা পায়। মেডিক্যাল নীতি অনুযায়ী জাতি, ধর্ম, গোত্র ও রাজনৈতিক পরিচয়ের বাইরে চিকিৎসাসেবা দেওয়া উচিত।
বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনে যেসব চিকিৎসক ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্য থেকে দুজন সহকারী স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবিসহ আরও ১৭ দাবি পেশ করে সংগঠনটি।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার হাতে সফল বিপ্লবের ফলে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যে গতিতে কাজ করছে, স্বাস্থ্য খাত সেভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্বাস্থ্য খাতে বর্তমান স্থবিরতা এবং অস্থিরতার পেছনে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র সক্রিয় আছে মর্মে চিকিৎসক সমাজের কাছে স্পষ্ট।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়াতে ছাত্র সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্য থেকে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে ন্যূনতম দুজনকে নিয়োগ করতে হবে।
সংগঠনটির দাবির মধ্যে রয়েছে–ছাত্র-জনতার আন্দোলনে আহত ছাত্র-জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছে, তাদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে তাদের বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল করে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে।
আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী, অন্যায়ের প্রতিবাদকারী যেসব চিকিৎসককে হয়রানিমূলক বদলি করা হয়েছে, সেই বদলি আদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
বিগত ১৫ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, হাসপাতালসহ স্বাস্থ্য খাতের সব বিভাগ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিগত সময়ে যত দুর্নীতি হয়েছে তার যথাযথ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব প্রদান করে স্বাস্থ্য খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
এ ছাড়া দাবিতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদের দোসর, যাদের স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে, তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে।
সাংবাদিকদের প্রশ্নে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহমুদ হোসেন জানান, তারা আন্দোলনে হতাহতদের তালিকা করেছেন। বিভিন্ন হাসপাতালে খোঁজ রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন যাতে সবাই সুচিকিৎসা পায়। মেডিক্যাল নীতি অনুযায়ী জাতি, ধর্ম, গোত্র ও রাজনৈতিক পরিচয়ের বাইরে চিকিৎসাসেবা দেওয়া উচিত।
দেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
২ দিন আগে১২ ও ১৩ এপ্রিল হাসপাতালের পরিচালনা বোর্ডের ২২ ও ২৩তম সভার পর ৪ জুলাই ৬৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে অস্থায়ী ভিত্তিতে কর্মরত চিকিৎসকদের একটি অংশকে কোনো প্রকার প্রক্রিয়া ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছিল...
২ দিন আগেবিভিন্ন কারণে মানুষের জেগে থাকা সময়ের বিরাট অংশ কেটে যায় বিভিন্ন পর্দার দিকে অপলক চেয়ে। অফিসের কাজ হোক কিংবা বাসায় বিনোদন—চোখের আরাম পাওয়ার সুযোগ এখন খুবই কম। এভাবে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখে দেখা দেয় একধরনের অস্বস্তিকর অবস্থা, যাকে বলা হয় কম্পিউটার আই স্ট্রেইন বা ডিজিটাল আই স্ট্রেইন।
২ দিন আগেদেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।
৩ দিন আগে