Ajker Patrika

বেহাল রাস্তায় চলায় ভোগান্তি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ১৪: ৩৫
বেহাল রাস্তায় চলায় ভোগান্তি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া বটতলা থেকে সদরপাড়ার খাদেমের বাড়ি পর্যন্ত রাস্তা বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাফেলার অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তায় নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।

সরেজমিন দেখা গেছে, গোয়ালপাড়া বটতলা থেকে সদরপাড়ার খাদেমের বাড়ি পর্যন্ত সড়কটি বেহাল। এর মধ্যে নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার অবস্থা বেশি খারাপ। সামান্য বৃষ্টি হলে স্কুলের সামনের রাস্তায় জমে হাঁটুপানি। পরে হয় প্যাচপেচে কাদা। শিক্ষার্থীরা হাঁটুপানি ও কাদার মধ্য দিয়ে যাওয়া-আসা করে। এ ছাড়া সড়কের পাশের পুকুরগুলোতে কোনো বাঁধ নেই। এতে রাস্তা ভেঙে পুকুরে বিলীন হচ্ছে। ফলে জনভোগান্তি আরও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা মো. শামিম রেজা বলেন, ‘রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি তিন গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম।’ তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার কাছে রাস্তা সংস্কার ও পুকুরের পাড় বাঁধার দাবি জানান।

মো. সাইফুর রহমান নামে আরেকজন বলেন, ‘প্রতিদিন ২০০ থেকে ৩০০ কমলমতি শিক্ষার্থীকে হাঁটুপানি পার হয়ে স্কুলে যেতে হয়। এ ছাড়া এই সড়ক দিয়ে অন্য স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করে।’

এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, ‘গোয়ালপাড়া বটতলা থেকে সদরপাড়ার খাদেমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। কবে রাস্তার বরাদ্দ হবে এ বিষয়ে কিছুই জানি না।’

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ১০০ মিটার রাস্তার জন্য বরাদ্দ এসেছে। সেখানকার আরও ১৫০ মিটার রাস্তা বেহাল। ওই রাস্তার জন্য এখনো কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে দ্রুত কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত