বরগুনা প্রতিনিধি
ভ্যাট আদায়ের নামে অফিসে ডেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে বরগুনা জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। বরগুনা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকের অভিযোগ, ভ্যাট অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী তাঁদের চিঠি দিয়ে ডেকে ভয় দেখাচ্ছেন। চাহিদামতো ঘুষ দিলে টাকার অঙ্ক কমিয়ে ভ্যাট নিচ্ছেন। আর ঘুষ দিতে না চাইলে তাঁদের নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছেন। অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভ্যাট অফিসের কর্মকর্তারা। আর চিঠি দিয়ে অফিসে ডাকাকে তাঁরা বলছেন ‘ভ্যাট আদায়ের চাপ’।
ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন শহরের নজরুল ইসলাম সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী জাহিদ মিয়া। তিনি বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে ভ্যাট অফিসের সিপাহি এস এম সালাহউদ্দিন ১৪ হাজার টাকা ভ্যাট পরিশোধের জন্য আমার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে চিঠি দেন। চিঠি পেয়ে আমি অফিসে গেলে তিনি আমার কাছ থেকে “অফিস খরচ” বাবদ আরও ২০ হাজার টাকা দাবি করেন। নয়তো আমার ব্যবসার ক্ষতি হবে বলে হুমকি দেন। আমি চালানের মাধ্যমে ১৪ হাজার টাকা জমা দিই। কিন্তু সিপাহি সালাহউদ্দিন বারবার আমাকে ফোন করে অফিসে দেখা করতে চাপ দিতে থাকেন। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে দেখিয়ে দেবেন বলে হুমকি দেন। পরে আমি ২০ হাজার টাকা ঘুষ দিয়ে রেহাই পাই।’
৬০ হাজার টাকা ভ্যাট এসেছে—এমন চিঠি পেলেও অফিসে গিয়ে ঘুষ দেওয়ার পর ভ্যাটের অঙ্ক ১ হাজার টাকায় নেমে এসেছে সদর রোডের বেলায়েত এন্টারপ্রাইজের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সবুজ মিয়া বলেন, ‘ভ্যাট অফিসের সিপাহি সঞ্জয় বিশ্বাস আমাকে ৬০ হাজার টাকার চালানসহ একটি চিঠি দেন এবং অফিসে দেখা করতে বলেন। পরে আমি অফিসে দেখা করতে গেলে আয়কর অফিসের সিপাহি এস এম সালাউদ্দিন নানা ভয়ভীতি দেখান। একপর্যায়ে ঘুষ দাবি করেন। বাধ্য হয়ে ২১ হাজার টাকা ঘুষ দিই। এরপর প্রতি মাসে ট্রেজারি চালানের মাধ্যমে ১ হাজার করে টাকা জমা দিতে বলেন। আমি ১ হাজার টাকা জমা দিয়ে দিই।’
একই ধরনের অভিযোগ করেছেন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। শহরের বালিকা বিদ্যালয় সড়কের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘আমাদের সামান্য চায়ের দোকান। এটা ভ্যাটের আওতায় পড়ে না। তবু সিপাহি সঞ্জয় এসে আমাদের অফিসে দেখা করতে বলেন। নয়তো ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেন। পরে আমি গিয়ে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে আসি।’
সমিতির আওতাভুক্ত প্রত্যেক দোকান থেকে কোনো স্লিপ ছাড়াই দুই-তিন হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে ভ্যাট অফিসের লোকজনের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে বরগুনা জেলা ভ্যাট অফিসের সিপাহি এস এম সালাহউদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে যাঁরা এসব অভিযোগ করেছেন, তাঁরা আসলে আয়কর দিতে নারাজ ছিলেন। চাপ প্রয়োগ করার কারণে এখন তাঁরা ঘুষের অভিযোগ করছেন।’
সিপাহি সঞ্জয় বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ অস্বীকার করেন।
বরগুনা জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, ‘ঘুষ নেওয়ার বিষয়টির কোনো সত্যতা নেই। ভ্যাট ও আয়কর না দেওয়া ব্যবসায়ীদের তালিকা করে চিঠি দিয়েছি।’
ভ্যাট আদায়ের নামে অফিসে ডেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে বরগুনা জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। বরগুনা শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকের অভিযোগ, ভ্যাট অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী তাঁদের চিঠি দিয়ে ডেকে ভয় দেখাচ্ছেন। চাহিদামতো ঘুষ দিলে টাকার অঙ্ক কমিয়ে ভ্যাট নিচ্ছেন। আর ঘুষ দিতে না চাইলে তাঁদের নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছেন। অবশ্য ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ভ্যাট অফিসের কর্মকর্তারা। আর চিঠি দিয়ে অফিসে ডাকাকে তাঁরা বলছেন ‘ভ্যাট আদায়ের চাপ’।
ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন শহরের নজরুল ইসলাম সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী জাহিদ মিয়া। তিনি বলেন, ‘গত বছরের সেপ্টেম্বর মাসে ভ্যাট অফিসের সিপাহি এস এম সালাহউদ্দিন ১৪ হাজার টাকা ভ্যাট পরিশোধের জন্য আমার ব্যবসাপ্রতিষ্ঠানের নামে চিঠি দেন। চিঠি পেয়ে আমি অফিসে গেলে তিনি আমার কাছ থেকে “অফিস খরচ” বাবদ আরও ২০ হাজার টাকা দাবি করেন। নয়তো আমার ব্যবসার ক্ষতি হবে বলে হুমকি দেন। আমি চালানের মাধ্যমে ১৪ হাজার টাকা জমা দিই। কিন্তু সিপাহি সালাহউদ্দিন বারবার আমাকে ফোন করে অফিসে দেখা করতে চাপ দিতে থাকেন। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে দেখিয়ে দেবেন বলে হুমকি দেন। পরে আমি ২০ হাজার টাকা ঘুষ দিয়ে রেহাই পাই।’
৬০ হাজার টাকা ভ্যাট এসেছে—এমন চিঠি পেলেও অফিসে গিয়ে ঘুষ দেওয়ার পর ভ্যাটের অঙ্ক ১ হাজার টাকায় নেমে এসেছে সদর রোডের বেলায়েত এন্টারপ্রাইজের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সবুজ মিয়া বলেন, ‘ভ্যাট অফিসের সিপাহি সঞ্জয় বিশ্বাস আমাকে ৬০ হাজার টাকার চালানসহ একটি চিঠি দেন এবং অফিসে দেখা করতে বলেন। পরে আমি অফিসে দেখা করতে গেলে আয়কর অফিসের সিপাহি এস এম সালাউদ্দিন নানা ভয়ভীতি দেখান। একপর্যায়ে ঘুষ দাবি করেন। বাধ্য হয়ে ২১ হাজার টাকা ঘুষ দিই। এরপর প্রতি মাসে ট্রেজারি চালানের মাধ্যমে ১ হাজার করে টাকা জমা দিতে বলেন। আমি ১ হাজার টাকা জমা দিয়ে দিই।’
একই ধরনের অভিযোগ করেছেন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। শহরের বালিকা বিদ্যালয় সড়কের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘আমাদের সামান্য চায়ের দোকান। এটা ভ্যাটের আওতায় পড়ে না। তবু সিপাহি সঞ্জয় এসে আমাদের অফিসে দেখা করতে বলেন। নয়তো ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেন। পরে আমি গিয়ে ৫ হাজার টাকা ঘুষ দিয়ে আসি।’
সমিতির আওতাভুক্ত প্রত্যেক দোকান থেকে কোনো স্লিপ ছাড়াই দুই-তিন হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে ভ্যাট অফিসের লোকজনের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে বরগুনা জেলা ভ্যাট অফিসের সিপাহি এস এম সালাহউদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে যাঁরা এসব অভিযোগ করেছেন, তাঁরা আসলে আয়কর দিতে নারাজ ছিলেন। চাপ প্রয়োগ করার কারণে এখন তাঁরা ঘুষের অভিযোগ করছেন।’
সিপাহি সঞ্জয় বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ভয় দেখিয়ে ঘুষ আদায়ের অভিযোগ অস্বীকার করেন।
বরগুনা জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, ‘ঘুষ নেওয়ার বিষয়টির কোনো সত্যতা নেই। ভ্যাট ও আয়কর না দেওয়া ব্যবসায়ীদের তালিকা করে চিঠি দিয়েছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫