রাসেল আহমেদ, তেরখাদা
প্রতি বছরের মতো এবারও আম গাছে গাছে মুকুল দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়ছে এর সৌরভও। তেরখাদায় এরই মধ্যে প্রায় ৯০ ভাগ আম গাছে মুকুল ধরেছে। কৃষি বিভাগ বলছে, এবার সময়ের আগে আম গাছে মুকুল এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাতে মোট ৬০টি আম বাগান রয়েছে। মুকুল ধরায় চাষির মনে আনন্দ বইছে। তারা স্বপ্ন বুনছেন, এবার ভাল ফলন হবে এবং ভাল আয় করা যাবে।
পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে। আম উৎপাদন লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি বাড়ি আর বাগানে বাড়ছে আম গাছের সংখ্যা। প্রতিটি আম গাছ এখন মুকুলে ভরে উঠেছে। এলাকার লোকজন আমের মুকুল ধরে রাখতে নানা প্রকার পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন।
রোপণ করা গাছের মধ্যে দেশি আমের পাশাপাশি রয়েছে বিদেশি ল্যাংড়া, গোপালভোগসহ নানা প্রজাতির আম গাছ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝরে পড়ে। ফলে আশানুরূপ আম আসে না। তখন এ উপজেলায় আম সরবরাহে সংকট দেখা দেয়। তখন ভরা মৌসুমেও বাজারগুলো স্থানীয় আমের চেয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হরেক রকমের আমে ভরে যায়।
তবে এ বছর প্রথম দিক থেকেই আম গাছে মুকুল দেখা দিয়েছে। গাছগুলোতে ফাল্গুন মাসের প্রথম দিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুল আসতে শুরু করে। চাষিরা বলছেন, আমের মুকুল কয়েকটি পর্যায় অতিক্রম করে পূর্ণাঙ্গ ফলে রূপ নেয়। প্রথমে মুকুল, মুকুল থেকে ফুল, ফুল থেকে গুটি এবং গুটি বড় হয়ে রূপ নেয় আমে।
তেরখাদা উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০টি আমবাগান রয়েছে। এসব বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এবার ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে।
প্রতি বছরের মতো এবারও আম গাছে গাছে মুকুল দেখা যাচ্ছে। ছড়িয়ে পড়ছে এর সৌরভও। তেরখাদায় এরই মধ্যে প্রায় ৯০ ভাগ আম গাছে মুকুল ধরেছে। কৃষি বিভাগ বলছে, এবার সময়ের আগে আম গাছে মুকুল এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলাতে মোট ৬০টি আম বাগান রয়েছে। মুকুল ধরায় চাষির মনে আনন্দ বইছে। তারা স্বপ্ন বুনছেন, এবার ভাল ফলন হবে এবং ভাল আয় করা যাবে।
পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে আমের উৎপাদন বাড়ছে। আম উৎপাদন লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিটি বাড়ি আর বাগানে বাড়ছে আম গাছের সংখ্যা। প্রতিটি আম গাছ এখন মুকুলে ভরে উঠেছে। এলাকার লোকজন আমের মুকুল ধরে রাখতে নানা প্রকার পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন।
রোপণ করা গাছের মধ্যে দেশি আমের পাশাপাশি রয়েছে বিদেশি ল্যাংড়া, গোপালভোগসহ নানা প্রজাতির আম গাছ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝরে পড়ে। ফলে আশানুরূপ আম আসে না। তখন এ উপজেলায় আম সরবরাহে সংকট দেখা দেয়। তখন ভরা মৌসুমেও বাজারগুলো স্থানীয় আমের চেয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা হরেক রকমের আমে ভরে যায়।
তবে এ বছর প্রথম দিক থেকেই আম গাছে মুকুল দেখা দিয়েছে। গাছগুলোতে ফাল্গুন মাসের প্রথম দিক থেকেই প্রচুর কুঁড়ি এবং মুকুল আসতে শুরু করে। চাষিরা বলছেন, আমের মুকুল কয়েকটি পর্যায় অতিক্রম করে পূর্ণাঙ্গ ফলে রূপ নেয়। প্রথমে মুকুল, মুকুল থেকে ফুল, ফুল থেকে গুটি এবং গুটি বড় হয়ে রূপ নেয় আমে।
তেরখাদা উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, তেরখাদা উপজেলায় প্রায় ৫০ থেকে ৬০টি আমবাগান রয়েছে। এসব বাগানে বিভিন্ন জাতের আমের চাষ করা হয়। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এবার ৯০ শতাংশ গাছে মুকুল এসেছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫