ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সেতুতে লাগানো হয়েছে বাঁশের রেলিং। ভাঙা অংশে দুর্ঘটনা এড়াতে কাছিমারচর-বকশীগঞ্জ সড়কে মহলগিরী খালের ওপর নির্মিত সেতুতে এ রেলিং দেওয়া হয়েছে।
সেতুটির রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক বছর আগে। ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়েই ছোট বড় যানবাহনসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। হাজারো মানুষের চলাচলের জন্য নির্মিত এই সেতুর এমন দশায় নেই কোনো কার্যকরী পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুরের কাছিমারচর ভায়া বকশীগঞ্জ সড়কে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মহলগিরী বাজারের দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত সেতুর রেলিং ভেঙে গেছে অনেক দিন আগে। দীর্ঘদিনেও সংস্কার না করায় দুর্ঘটনা এড়াতে সম্প্রতি সেতুতে বাঁশ দিয়ে রেলিং দেওয়া হয়েছে। গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অর্থায়নে এই রেলিং দেওয়া হয়েছে।
সেতুটি দিয়ে চলাচল করেন গোয়ালেরচর উচ্চবিদ্যালয়, সভারচর উচ্চবিদ্যালয়, মহলগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহলগিরী দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, সভারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভারচর মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।
মহলগিরী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না করায় আমরা স্থানীয়ভাবে বাঁশের রেলিং বেঁধে দিয়েছি।’
অটোরিকশাচালক বেলাল মিয়া বলেন, ‘অটো চালিয়ে এই সেতু পার হতে ভয় লাগে। বাঁশের রেলিং থাকায় চলাচলে কিছুটা সাহস পাই।’
ভ্যানচালক সুজন মিয়া বলেন, ‘অন্তত ১০ বছর আগে সেতুটির রেলিং ভেঙে গেছে। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিনও মেরামত করা হয়নি। দুর্ঘটনা এড়াতে ইউপি চেয়ারম্যান সাহেব সেতুতে বাঁশের রেলিং বানিয়ে দিয়েছেন।’
গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভেঙে গেছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘ সময়েও ব্রিজটি মেরামত না করা হয়নি। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে আদৌ ব্রিজটি মেরামত করা সম্ভব নয়। সে কারণে অনেকটা বাধ্য হয়েই দুর্ঘটনা এড়িয়ে সহসায় লোকজনের চলাচল করতে ব্রিজের ভাঙা অংশে বাঁশের রেলিং পোস্ট নির্মাণ করে দিয়েছি।’
এলজিইডির প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘ইতিমধ্যে ব্রিজটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে নতুন করে ব্রিজের কাজ শুরু করা হবে।
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি সেতুতে লাগানো হয়েছে বাঁশের রেলিং। ভাঙা অংশে দুর্ঘটনা এড়াতে কাছিমারচর-বকশীগঞ্জ সড়কে মহলগিরী খালের ওপর নির্মিত সেতুতে এ রেলিং দেওয়া হয়েছে।
সেতুটির রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েক বছর আগে। ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়েই ছোট বড় যানবাহনসহ স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। হাজারো মানুষের চলাচলের জন্য নির্মিত এই সেতুর এমন দশায় নেই কোনো কার্যকরী পদক্ষেপ।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুরের কাছিমারচর ভায়া বকশীগঞ্জ সড়কে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মহলগিরী বাজারের দক্ষিণ পাশে খালের ওপর নির্মিত সেতুর রেলিং ভেঙে গেছে অনেক দিন আগে। দীর্ঘদিনেও সংস্কার না করায় দুর্ঘটনা এড়াতে সম্প্রতি সেতুতে বাঁশ দিয়ে রেলিং দেওয়া হয়েছে। গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অর্থায়নে এই রেলিং দেওয়া হয়েছে।
সেতুটি দিয়ে চলাচল করেন গোয়ালেরচর উচ্চবিদ্যালয়, সভারচর উচ্চবিদ্যালয়, মহলগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহলগিরী দারুচ্ছুন্না দাখিল মাদ্রাসা, সভারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভারচর মহাবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী।
মহলগিরী বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিনেও সেতুটি সংস্কার না করায় আমরা স্থানীয়ভাবে বাঁশের রেলিং বেঁধে দিয়েছি।’
অটোরিকশাচালক বেলাল মিয়া বলেন, ‘অটো চালিয়ে এই সেতু পার হতে ভয় লাগে। বাঁশের রেলিং থাকায় চলাচলে কিছুটা সাহস পাই।’
ভ্যানচালক সুজন মিয়া বলেন, ‘অন্তত ১০ বছর আগে সেতুটির রেলিং ভেঙে গেছে। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিনও মেরামত করা হয়নি। দুর্ঘটনা এড়াতে ইউপি চেয়ারম্যান সাহেব সেতুতে বাঁশের রেলিং বানিয়ে দিয়েছেন।’
গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্রিজটির রেলিং ভেঙে গেছে। এ ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু দীর্ঘ সময়েও ব্রিজটি মেরামত না করা হয়নি। ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে আদৌ ব্রিজটি মেরামত করা সম্ভব নয়। সে কারণে অনেকটা বাধ্য হয়েই দুর্ঘটনা এড়িয়ে সহসায় লোকজনের চলাচল করতে ব্রিজের ভাঙা অংশে বাঁশের রেলিং পোস্ট নির্মাণ করে দিয়েছি।’
এলজিইডির প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘ইতিমধ্যে ব্রিজটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে নতুন করে ব্রিজের কাজ শুরু করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫