পটুয়াখালীর বাউফলে বিভিন্ন নদীতে নাব্যতাসংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী জাহাজসহ লঞ্চের যাত্রীরা। নদীতে নাব্যতাসংকটের কারণে বিভিন্ন রুটের লঞ্চগুলো নির্ধারিত ঘাটে ভিড়তে পারছে না। লঞ্চগুলোকে নদীর মোহনায় নোঙর করতে হচ্ছে। ফলে যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রলার ও নৌকাযোগে মূল নদীর মোহনায় গিয়ে লঞ্চে উঠতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান নদীবন্দর কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে দুটি ডবল ডেকার লঞ্চ ও ৫টি সিঙ্গেল ডেকার লঞ্চ অভ্যন্তরীণ রুটে আসা-যাওয়া করে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য স্থান থেকে তেলবাহী ট্যাংকার, পণ্যবাহী জাহাজ কালাইয়া বন্দরের উদ্দেশে আসা-যাওয়া করে। তেঁতুলিয়া নদীসহ অন্যান্য নদীতে পানি কমে নাব্যতাসংকটের কারণে কোনো পরিবহন লঞ্চ কিংবা জাহাজ কালাইয়া বন্দরের ঘাটে প্রবেশ করতে পারে না। এ কারণে লঞ্চ কিংবা জাহাজ তেঁতুলিয়া নদীর মোহনায় নোঙর করে রাখে। ফলে যাত্রীদের লঞ্চঘাটের টার্মিনাল থেকে নৌকা কিংবা ট্রলারযোগে ওঠানামা করতে হয়। অপরদিকে ব্যবসায়ীদের মালামাল নৌকাযোগে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসতে হয়।
কালাইয়া থেকে ঢাকাগামী এমভি ধুলিয়া লঞ্চের মাস্টার রফিক বলেন, ‘কালাইয়ার বন্দর লঞ্চঘাট প্রবেশের মুখে আলগী নদীতে দুই হাত পানিরও গভীরতা থাকে না। বাধ্য হয়ে লঞ্চ তেঁতুলিয়া নদীর মোহনায় ভেড়াতে বাধ্য হচ্ছি।’
কালাইয়া লঞ্চঘাটের ইজারাদারের পক্ষে মো. জামির হোসেন বলেন, ‘আমি স্থানীয় সাংসদ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সুপারিশ নিয়ে আলগী নদীটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একটি লিখিত আবেদন করেছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি।’
পটুয়াখালী জেলা নদীবন্দরের উপপরিচালক এ কে এম মহিউদ্দিন খান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে তেঁতুলিয়া নদীসহ কালাইয়া বন্দরে প্রবেশের আলগী নদী খননকাজ শুরু করা হবে। যাতে সকল প্রকার নৌযান চলাচল করতে পারে।’
পটুয়াখালীর বাউফলে বিভিন্ন নদীতে নাব্যতাসংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী জাহাজসহ লঞ্চের যাত্রীরা। নদীতে নাব্যতাসংকটের কারণে বিভিন্ন রুটের লঞ্চগুলো নির্ধারিত ঘাটে ভিড়তে পারছে না। লঞ্চগুলোকে নদীর মোহনায় নোঙর করতে হচ্ছে। ফলে যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রলার ও নৌকাযোগে মূল নদীর মোহনায় গিয়ে লঞ্চে উঠতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান নদীবন্দর কালাইয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে দুটি ডবল ডেকার লঞ্চ ও ৫টি সিঙ্গেল ডেকার লঞ্চ অভ্যন্তরীণ রুটে আসা-যাওয়া করে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য স্থান থেকে তেলবাহী ট্যাংকার, পণ্যবাহী জাহাজ কালাইয়া বন্দরের উদ্দেশে আসা-যাওয়া করে। তেঁতুলিয়া নদীসহ অন্যান্য নদীতে পানি কমে নাব্যতাসংকটের কারণে কোনো পরিবহন লঞ্চ কিংবা জাহাজ কালাইয়া বন্দরের ঘাটে প্রবেশ করতে পারে না। এ কারণে লঞ্চ কিংবা জাহাজ তেঁতুলিয়া নদীর মোহনায় নোঙর করে রাখে। ফলে যাত্রীদের লঞ্চঘাটের টার্মিনাল থেকে নৌকা কিংবা ট্রলারযোগে ওঠানামা করতে হয়। অপরদিকে ব্যবসায়ীদের মালামাল নৌকাযোগে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসতে হয়।
কালাইয়া থেকে ঢাকাগামী এমভি ধুলিয়া লঞ্চের মাস্টার রফিক বলেন, ‘কালাইয়ার বন্দর লঞ্চঘাট প্রবেশের মুখে আলগী নদীতে দুই হাত পানিরও গভীরতা থাকে না। বাধ্য হয়ে লঞ্চ তেঁতুলিয়া নদীর মোহনায় ভেড়াতে বাধ্য হচ্ছি।’
কালাইয়া লঞ্চঘাটের ইজারাদারের পক্ষে মো. জামির হোসেন বলেন, ‘আমি স্থানীয় সাংসদ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সুপারিশ নিয়ে আলগী নদীটি খননের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একটি লিখিত আবেদন করেছি। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি।’
পটুয়াখালী জেলা নদীবন্দরের উপপরিচালক এ কে এম মহিউদ্দিন খান বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে তেঁতুলিয়া নদীসহ কালাইয়া বন্দরে প্রবেশের আলগী নদী খননকাজ শুরু করা হবে। যাতে সকল প্রকার নৌযান চলাচল করতে পারে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫