Ajker Patrika

স্বপ্ন নিয়ে রাব্বির এগিয়ে চলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বপ্ন নিয়ে রাব্বির এগিয়ে চলা

অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আহরার আমিন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শেষ দুই যুব ওয়ানডে খেলতে পারেননি। দিন কয়েক আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অস্ত্রোপচারের মুখোমুখিও হয়েছেন।

তাঁর অনুপস্থিতিতে শেষ দুই ওয়ানডেতে স্বাগতিক দলকে নেতৃত্ব দিয়েছেন মাহফুজুর রহমান রাব্বি। অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে রাব্বি প্রথম হলেও অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের সহঅধিনায়ক। পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দল পরিচালনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। ১-২ ব্যবধানে পিছিয়ে পড়া সিরিজের শেষ দুই ম্যাচে দলকে জিতিয়েছেন, সিরিজ জিতিয়েছেন ৩-২ ব্যবধানে। শেষ দুই ম্যাচেই দলের জয়সূচক রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। চাইলে সিরিজ জয়ের কৃতিত্বটা নিতে পারতেন, কিন্তু তা না নিয়ে মাহফুজুর রহমান রাব্বি কৃতিত্ব দিচ্ছেন সতীর্থদের, ‘দলের সবাই  আমাকে সমর্থন দিয়েছে। যে যার জায়গা থেকে অবদান রেখেছে, তাই কাজটা করতে কষ্ট হয়নি।’

বিশ্ব ক্রিকেটে সামনে থেকেই নেতৃত্ব দেওয়ার চল অধিনায়কদের। এখানেও ব্যতিক্রম ছিলেন না স্পিন-অলরাউন্ডার রাব্বি। দক্ষিণ আফ্রিকার যুব দলের বিপক্ষে ৫ ইনিংসে ৫০.৩৩ গড়ে করেছেন ১৫১ রান। বাঁহাতি স্পিনে শিকার করেছেন ৭ উইকেট। এই পরিসংখ্যানের সাধ্য কই আর মাঠের রাব্বিকে তুলে ধরে! দলের প্রয়োজনে তিনি খেলেছেন ঝোড়ো ইনিংস। আর পুরো সিরিজই ব্যাট করেছেন আট নম্বরে। যেখানে ব্যাটিংয়ে নেমে ম্যাচটা শেষ করে ড্রেসিংরুমে ফেরার যে গুরু দায়িত্ব থাকে ব্যাটারের কাঁধে, সেটি ঠিকঠাক পালন করেছেন রাব্বি। আজকে পত্রিকার সঙ্গে আলাপকালে রাব্বি জানালেন, ওই পজিশনে ব্যাটিংয়ে নেমে ম্যাচ শেষ করে আসাটাই বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জই পছন্দ তাঁর, ‘আমি মাঝে এবং শেষ দিকে ব্যাটিং করতে পছন্দ করি। তবে শেষ দিকে ব্যাটিং আসলে আমি উপভোগ করি।’

বয়সভিত্তিক ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেকে প্রমাণ করে চলেছেন রাব্বি। কেউ কেউ তো তাঁর মধ্যে সাকিব আল হাসানেরও ছায়া দেখছেন। সাকিবকে আদর্শ মানলেও দেশসেরা অলরাউন্ডারের ছায়া মানতে নারাজ রাব্বি, ‘সাকিব ভাইকে আমি আইডল মনে করি। চেষ্টা করি তাঁর মতোই কিছু করতে। কিন্তু সাকিব ভাই একজনই। তাঁর মতো কেউ আসবে না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে পাকিস্তানের যুবাদের বিপক্ষে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ঘরের মাঠে হারে ১-৪ ব্যবধানে। তবু সে সিরিজে আপন আলোয় উদ্ভাসিত ছিলেন রাব্বি। ব্যাট হাতে ৪৫.৬৬ গড়ে করেন ১৩৭ রান। বল হাতে নেন দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট। তারও আগে মার্চে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ৩ ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেট। ফাইনালে ৬ উইকেট নিয়ে আফগানিস্তানকে একাই ধসিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। হয়েছিলেন ফাইনালসেরাও।

এই মাহফুজুর রহমান রাব্বির মধ্যে ভবিষ্যতের অলরাউন্ডার হিসেবে দেখছেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার, ‘বয়সভিত্তিক ক্রিকেটে রাব্বি নিয়মিত পারফর্ম করছে। যখন দ্রুত উইকেট পড়ে, সে ম্যাচ বের করছে। বিসিএল, এনসিএল, ডিপিএলে তার খেলা দেখার পরই আরও ভালোভাবে জাজ করা যাবে। তবে এখন পর্যন্ত যেভাবে খেলছে, তা ধরে রাখলে সে ভালো একজন অলরাউন্ডার হবে।’

রাব্বির চোখে জাতীয় দলের খেলার স্বপ্ন। তবে সেটা দূরের ছবি। জাতীয় দলের খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন জানিয়ে রাব্বি তাঁর কাছের লক্ষ্য হিসেবে উল্লেখ করলেন, আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ, ‘এই টুর্নামেন্টে ব্যাটে-বলে ভালো করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত