Ajker Patrika

আমন চাষে লক্ষ্য অর্জন হয়নি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬: ৪৬
আমন চাষে লক্ষ্য অর্জন হয়নি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওর এলাকায় এবার রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়ন ছাড়া বাকি সাতটি ইউনিয়নে এবার ৮৭৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন ধান চাষ করা হয়েছে। যদিও চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার হেক্টর। তবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হাওরে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি বলছে স্থানীয় কৃষি বিভাগ। প্রাকৃতিক সমস্যা না হলে রোপা আমনের বাম্পার ফলন হবে।

স্থানীয় কৃষকেরা জানান, আগে ভাগেই বর্ষার পানি নেমে যাওয়া এবং ধানে রোগ-বালাইয়ের সংক্রমণ না হওয়ায় এবার ধানের বাম্পার ফলন হতে পারে।

পূর্ব অষ্টগ্রামের কৃষক শমশের আলী (৪৭) বলেন, ‘খরচের তুলনায় রোপা আমন চাষে বেশি লাভ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ধান ঘরে ওঠানোর তেমন কোনো সমস্যা থাকে না। এইবার ভালো ফসল হবে বলে আশা করছি।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, রোপা আমনে রোগ-বালাই ও পোকা মাকড়ের আক্রমণ নেই। সেচ ও সার সরবরাহের জোগান রয়েছে যথেষ্ট। পরিবেশ অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে চলতি মৌসুমে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদর, কাস্তুল, বাঙ্গালপাড়া, দেওঘর, খয়েরপুর-আব্দুল্লাপুর ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ব্রি ধান-২২, ব্রি ধান-২৮ ও ব্রি ধান ৪৯ ও দেশীয় জাতের কালোজিরা ধান রোপণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত