Ajker Patrika

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১২: ৪৮
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার

রাজবাড়ীর পাংশায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ইলিশ শিকার। খোলা বাজারে অবাধে চলছে ইলিশ বিক্রি। গত চার অক্টোবর থেকে ২৬ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হলেই অবৈধভাবে ইলিশ শিকার করে যাচ্ছেন জেলেরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনয়নের অধিকাংশ মানুষই কৃষি কাজ ও নদীতে পাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ইলিশ শিকারের এই ভরা মৌসুমে বসে নেই কোনো জেলে। প্রশাসনের ভয়ভীতি উপেক্ষা করেই নদীতে চলছে ইলিশ শিকারের মহা উৎসব।

বুধবার নদীর চরাঞ্চল পার হয়ে মাঝ নদীতে গিয়ে দেওয়া গেছে, নদীতে জাল ফেলে অপেক্ষা করছেন জেলেরা। কাছা কাছি গেলে প্রশাসনের লোক ভেবে পালানোর চেষ্টা করেন তাঁরা। এ সময় সাংবাদিক পরিচয় দিলে ছবি না তোলা ও পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেন তাঁরা।

তাঁরা জানান, সারা বছর নদীতে মাছ শিকার করাই তাঁদের কাজ। মাছ শিকার করে বাজারে বিক্রি করে তাঁদের সংসার চলে। এই মৌসুমে ইলিশ শিকার করে একটু বেশি টাকা আয় করেন তাঁরা। সরকার থেকে তাঁদের যে সহযোগিতা দেওয়া হয়েছে তা পরিমাণের তুলনায় অনেক কম। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও পেটের দায়ে ইলিশ শিকার করছেন তাঁরা।

হাবাসপুর খেয়া ঘাট এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, সারা দিনের শিকার করা মাছ ভোর রাতে শাহাপাড়া মোড়ে বিক্রি করা হয়। সেখানে বিভিন্ন এলাকার ব্যাপারী ও খুচরা ক্রেতারা এসে মাছ কিনে নিয়ে যান।

মো. আমিরুল ইসলাম নামের এক স্থানীয় বলেন, ‘নিষিদ্ধ সময় জেলেদের মাছ ধরার এমন উৎসব এবার প্রথম দেখলাম। গত বছরগুলোতে প্রশাসন এ বিষয়ে ব্যাপক তৎপর ছিল। এবার তা চোখে পড়েনি।’

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে মা ইলিশ শিকার করা নিষিদ্ধ। নির্দেশনার শুরু থেকেই আমরা মা ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত