Ajker Patrika

টিসিবির কার্ডের জন্য টাকা আদায়, আপত্তিতে ফেরত

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৩: ০১
টিসিবির কার্ডের জন্য টাকা আদায়, আপত্তিতে ফেরত

বগুড়ার ধুনট উপজেলায় স্বল্পমূল্যে নিত্যপণ্য বিক্রির সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ক্রেতার তালিকায় নাম ওঠাতে অবৈধভাবে অর্থ আদায়ের পর তা ফেরত দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা বলছেন, টাকা নেওয়ার পর তা ফেরত দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এ লক্ষ্যে উপজেলায় ১০ হাজার ৪০০ জনের তালিকা তৈরি করা হচ্ছে। একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন থেকে এ তালিকা তৈরি করা হবে।

ইউনিয়ন পরিষদের সদস্যদের এ তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড দেওয়া হবে। এদিকে টিসিবির তালিকা তৈরির জন্য নিম্ন আয়ের মানুষদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়ন থেকেই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

গতকাল দেখা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি তিন মাথা বাজার এলাকায় টিসিবির তালিকায় নাম ওঠানোর জন্য দরিদ্র পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ আদায় করার এক ব্যক্তিকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। পরে স্থানীয় মাতবরদের সহায়তায় আদায় করা অর্থ ফেরত দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অবরুদ্ধ ওই ব্যক্তির নাম সোহাগ হাসান। তিনি দিঘলকান্দি গ্রামের বাসিন্দা।

সোহাগ হাসান জানান, ইউনিয়ন পরিষদের সদস্য রোকসানা আক্তারের হয়ে তিনি টিসিবির ক্রেতা তালিকার ফরম পূরণে কাজ করছেন। ফরম পূরণের খরচ বাবদ ১০ জনের কাছ থেকে ২০০ করে টাকা নেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের আপত্তির কারণে টাকাগুলো ফেরত দেওয়া হয়েছে।

চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত নারী আসনের সদস্য রোকসানা আক্তার জানান, ইউনিয়ন পরিষদ থেকে ২৫ জন ব্যক্তির টিসিবির ক্রেতা কার্ড তৈরির ফরম পূরণের জন্য সোহাগ হাসানকে দায়িত্ব দিয়েছিলাম। সে পারিশ্রমিক বাবদ তাঁদের কাছ থেকে ২০০ করে টাকা নিয়েছিল। পরে তা ফেরত দেওয়া হয়।

চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু জানান, টিসিবির তালিকা তৈরির জন্য অর্থ আদায়ের অভিযোগ পেয়েছি। দরিদ্র পরিবারের কাছে টাকাগুলো ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি সঞ্জয় কুমার মহন্ত জানান, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত