Ajker Patrika

বিয়ানীবাজারে বাড়ছে ভাতাভোগী প্রতিবন্ধী

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ৪৯
Thumbnail image

বিয়ানীবাজারে বাড়ছে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা। গত এক বছরে উপজেলায় ভাতাভোগী ২৮৩ জন প্রতিবন্ধী বেড়েছে। চলতি বছর উপজেলায় মোট ৩ হাজার ৬৭১ জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন।

প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা বাড়ার কারণ জানতে চাইলে বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী বলেন, আগে ৬ বছরের আগে কোনো ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পেতেন না। এখন বয়সের কোটা উঠে যাওয়ায় সদ্য ভূমিষ্ঠ সন্তানও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারছে।

এ কর্মকর্তা বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি নির্ধারিত ফরম নিয়ে আবেদন করতে হয়। ওই আবেদনে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সংশ্লিষ্ট ব্যক্তি কোন ধরনের প্রতিবন্ধী, তা মতামত আকারে তুলে ধরেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরসভায় মোট ৪৮৩ জন ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। অন্যান্য ইউনিয়নগুলোর সব কটিতে ৩২০-৩৩০ জন পর্যন্ত লোক ভাতা নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিক ব্যক্তির সঙ্গে তুলনামূলক যারা কার্য সম্পাদনে অসমর্থ বা যাদের সীমাবদ্ধতা আছে, তাদের প্রতিবন্ধী বলা হয়।

রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সাবেক সভাপতি মো. কামাল হোসেন বলেন, বিভিন্ন চিকিৎসা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণের মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনে কিছুটা হলেও স্বাভাবিকতা নিয়ে আসা সম্ভব।

তিনি প্রতিবন্ধীদের প্রতি পরিবারের সদস্যদের যত্নশীল হওয়ার আহ্বান জানান। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রতিবন্ধীদের সহায়তা দেওয়া হচ্ছে।

বিয়ানীবাজারের বিশেষজ্ঞ চিকিৎসক আহমদ হোসেন বলেন, অপুষ্টি, গর্ভবতী মায়ের অযত্ন, গর্ভাবস্থায় ভুল ওষুধ সেবন, গর্ভধারণ অবস্থায় মাদক সেবন, প্রসব জটিলতা, বার্ধক্য বা অপরিণত বয়সে গর্ভধারণ, ডায়াবেটিস অবস্থায় গর্ভধারণ, নবজাতক শিশুর জ্বর, সড়কসহ বিভিন্ন দুর্ঘটনা, স্বামী-স্ত্রীর মধ্যে রক্তের সম্পর্ক ও জেনেটিক সমস্যার কারণেই মানুষ প্রতিবন্ধী হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু ইসহাক আজাদ বলেন, বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধিতা, বাক ও শ্রবণপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা ও বহুমাত্রিক প্রতিবন্ধিতা এই অঞ্চলে বেশি দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত