বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)
দুই নেতার দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে রামগড় উপজেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের ব্যক্তিগত বিরোধের জেরে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। তবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এই দ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ। দলীয় স্বার্থে শহীদুল ইসলাম ভূঁইয়াকে প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেন। অন্য দিকে জেলার রাজনীতিতে একনায়কতন্ত্র টিকিয়ে রাখতেই সাংগাঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শহিদুল ইসলাম ভূঁইয়া।
এই দুই নেতার দ্বন্দ্বে বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা। দলীয় কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় সাংগঠনিক ভিত্তি ছিল বেশ শক্তিশালী। তবে চাচা-ভাতিজার দ্বন্দ্বে বর্তমানে দলটির অভ্যন্তরে বেড়েছে অস্বস্তি। গত কয়েক মাসে জেলা পর্যায় থেকে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রভার পড়েছে নেতা-কর্মীদের মধ্যেও। বেড়েছে দূরত্ব-রেষারেষি। অথচ, এক বছর আগেও চাচা-ভাতিজার মধ্যে সুসম্পর্ক ছিল। পারিবারিক বিরোধে দুজনের মধ্যে দেখা দেয় দূরত্ব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, যে কোনো সময় তাঁরা হয়তো এক হয়ে যাবেন। এই মুহূর্তে তাঁদের যেকোনো একজনের পক্ষ নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিলে পরে অন্যজনের বিরাগভাজন হয়ে পড়বেন। এই ভয়ে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর উপজেলা বিএনপির কাউন্সিল হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত এপ্রিলে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। সর্বশেষ ২ মাস আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন হয়। এসব কমিটি গঠন নিয়ে বিতর্ক এবং দ্বন্দ্বের সূত্রপাত।
রামগড় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, তাঁর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শুধু জেলা বিএনপির সভাপতির অনুসারী না হওয়ায় পদবঞ্চিত করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস বলেন, এই বিভাজনে দল চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতা-কর্মীদের মধ্যে হতাশা কাজ করছে। মারামারি, মামলা হয়েছে এই দ্বন্দ্বের কারণে। দলের ভেতর ঘাপটে মেরে থাকা সুবিধাবাদী কিছু নেতা সুকৌশলে এই বিভাজন তৈরি করেছেন। সংকট দূর না হলে সাংগঠনিকভাবে অচল হয়ে পড়বে দল।
তবে অভিযোগ অস্বীকার করেন ওয়াদুদ ভূঁইয়াপন্থী নেতারা। তাঁদের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন। সাংগঠনিক নীতি মেনেই দলের কার্যক্রম চলছে।
রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দীন বলেন, খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। রামগড় বিএনপির দুর্গ হিসেবে ছিল। কিন্তু ফরহাদ ভূঁইয়ার স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমির কারণে দলে বিভাজন সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগে ফরহাদকে সরিয়ে দেওয়ায় দল চাঙা হয়েছে। পুরোনো কর্মীরা কর্মসূচিতে আবারও অংশ নিতে শুরু করেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু বলেন, উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি বিতর্কিত নয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় সম্পূর্ণ গঠনতন্ত্র মেনে কেন্দ্রীয়ভাবে আহ্বায়ক কমিটিগুলো অনুমোদিত হয়েছে। দলে ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়েছে। পদ না পেয়ে কমিটি বিতর্কিত করতে অনেকেই গুজব ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ দ্বন্দ্বের বিষয়ে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। যার ফলে জেলা এবং রামগড়ে উপজেলা বিএনপিতে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর অসাংগাঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মতের অমিল হওয়ায় উপজেলা বিএনপির অনেক নেতাকে তিনি হেনস্তা করেন।’
সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আলাদা সভা করার কোনো এখতিয়ার ফরহাদের নেই। জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। দলের স্বার্থে তাঁকে প্রতিহত করা হচ্ছে।’
দুই নেতার দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে রামগড় উপজেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদের ব্যক্তিগত বিরোধের জেরে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সম্পর্কে তাঁরা চাচা-ভাতিজা। তবে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এই দ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ। দলীয় স্বার্থে শহীদুল ইসলাম ভূঁইয়াকে প্রতিহত করা হয়েছে বলে তিনি দাবি করেন। অন্য দিকে জেলার রাজনীতিতে একনায়কতন্ত্র টিকিয়ে রাখতেই সাংগাঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শহিদুল ইসলাম ভূঁইয়া।
এই দুই নেতার দ্বন্দ্বে বিপাকে পড়েছেন নেতা-কর্মীরা। দলীয় কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় সাংগঠনিক ভিত্তি ছিল বেশ শক্তিশালী। তবে চাচা-ভাতিজার দ্বন্দ্বে বর্তমানে দলটির অভ্যন্তরে বেড়েছে অস্বস্তি। গত কয়েক মাসে জেলা পর্যায় থেকে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রভার পড়েছে নেতা-কর্মীদের মধ্যেও। বেড়েছে দূরত্ব-রেষারেষি। অথচ, এক বছর আগেও চাচা-ভাতিজার মধ্যে সুসম্পর্ক ছিল। পারিবারিক বিরোধে দুজনের মধ্যে দেখা দেয় দূরত্ব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, যে কোনো সময় তাঁরা হয়তো এক হয়ে যাবেন। এই মুহূর্তে তাঁদের যেকোনো একজনের পক্ষ নিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিলে পরে অন্যজনের বিরাগভাজন হয়ে পড়বেন। এই ভয়ে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তাঁরা।
সর্বশেষ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর উপজেলা বিএনপির কাউন্সিল হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গত এপ্রিলে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়। সর্বশেষ ২ মাস আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন হয়। এসব কমিটি গঠন নিয়ে বিতর্ক এবং দ্বন্দ্বের সূত্রপাত।
রামগড় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, তাঁর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শুধু জেলা বিএনপির সভাপতির অনুসারী না হওয়ায় পদবঞ্চিত করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস বলেন, এই বিভাজনে দল চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতা-কর্মীদের মধ্যে হতাশা কাজ করছে। মারামারি, মামলা হয়েছে এই দ্বন্দ্বের কারণে। দলের ভেতর ঘাপটে মেরে থাকা সুবিধাবাদী কিছু নেতা সুকৌশলে এই বিভাজন তৈরি করেছেন। সংকট দূর না হলে সাংগঠনিকভাবে অচল হয়ে পড়বে দল।
তবে অভিযোগ অস্বীকার করেন ওয়াদুদ ভূঁইয়াপন্থী নেতারা। তাঁদের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন। সাংগঠনিক নীতি মেনেই দলের কার্যক্রম চলছে।
রামগড় উপজেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দীন বলেন, খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। রামগড় বিএনপির দুর্গ হিসেবে ছিল। কিন্তু ফরহাদ ভূঁইয়ার স্বেচ্ছাচারিতা ও একগুঁয়েমির কারণে দলে বিভাজন সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগে ফরহাদকে সরিয়ে দেওয়ায় দল চাঙা হয়েছে। পুরোনো কর্মীরা কর্মসূচিতে আবারও অংশ নিতে শুরু করেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু বলেন, উপজেলা বিএনপি, শ্রমিক দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি বিতর্কিত নয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় সম্পূর্ণ গঠনতন্ত্র মেনে কেন্দ্রীয়ভাবে আহ্বায়ক কমিটিগুলো অনুমোদিত হয়েছে। দলে ত্যাগী নেতাদের স্থান দেয়া হয়েছে। পদ না পেয়ে কমিটি বিতর্কিত করতে অনেকেই গুজব ছড়াচ্ছেন বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
শহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ দ্বন্দ্বের বিষয়ে বলেন, ‘জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া একনায়কতন্ত্র টিকিয়ে রাখতে স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। যার ফলে জেলা এবং রামগড়ে উপজেলা বিএনপিতে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর অসাংগাঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মতের অমিল হওয়ায় উপজেলা বিএনপির অনেক নেতাকে তিনি হেনস্তা করেন।’
সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আলাদা সভা করার কোনো এখতিয়ার ফরহাদের নেই। জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। দলের স্বার্থে তাঁকে প্রতিহত করা হচ্ছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫