মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল দিয়ে রাতেও নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তাই এখন থেকে আর এই নৌরুট দিয়ে রাতে নৌযান চলাচলের পূর্বের বিধিনিষেধ থাকছে না। গত বৃহস্পতিবার রাত থেকেই আন্তর্জাতিক এ ক্যানেল দিয়ে কার্গো, কোস্টার ও ট্যাংকারসহ বিভিন্ন ধরনের নৌযান চলার অনুমতি পেয়েছে।
দিনের মতো রাতেও সার্বক্ষণিক নির্বিঘ্নে নৌযান চলাচলের জন্য নাইট নেভিগেশনের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. আনিসুজ্জামান রকি এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আনিসুজ্জামান রকি বলেন, এ ক্যানেলটি উন্মুক্ত করার পর থেকে শুধু দিনে নৌযান চলাচল করত। রাতে এ নৌপথ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাতেও নৌযান চলাচলের নির্দেশনা দিয়েছেন। রাতে নৌযান চলাচলের এই নির্দেশনা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে পৌঁছেছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই তা কার্যকরে সংশ্লিষ্ট নৌ ক্যানেলের ড্রেজিং কাজে নিয়োজিত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান ও ড্রেজার মালিকদের অবহিত করা হয়েছে। রাতে নৌযান চলাচল উপযোগী রাখার জন্য তাদের ড্রেজারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। নৌযান চলাচল নির্বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ড্রেজারগুলোতে পর্যাপ্ত লাইট, রেড মার্কা ও বয়া স্থাপন করতে বলা হয়েছে। ক্যানেলটিতে নাইট নেভিগেশনেরও কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএর নেভিগেশন বিভাগ।
নাব্যতাসংকটরে কারণে ক্যানেলটিতে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে মোংলা বন্দরের ওপর। কারণ, মোংলা বন্দরে আসা জাহাজের পণ্য দেশের বিভিন্ন স্থানে এ নদী পথে আনা-নেওয়া হয়। মোংলা বন্দর সচল রাখার স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৫ সালে ক্যানেলটি সচলের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এই ক্যানেলে খননকাজ শুরু করে। ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানেলটি উন্মুক্ত ঘোষণা করেন।
বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল দিয়ে রাতেও নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তাই এখন থেকে আর এই নৌরুট দিয়ে রাতে নৌযান চলাচলের পূর্বের বিধিনিষেধ থাকছে না। গত বৃহস্পতিবার রাত থেকেই আন্তর্জাতিক এ ক্যানেল দিয়ে কার্গো, কোস্টার ও ট্যাংকারসহ বিভিন্ন ধরনের নৌযান চলার অনুমতি পেয়েছে।
দিনের মতো রাতেও সার্বক্ষণিক নির্বিঘ্নে নৌযান চলাচলের জন্য নাইট নেভিগেশনের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. আনিসুজ্জামান রকি এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আনিসুজ্জামান রকি বলেন, এ ক্যানেলটি উন্মুক্ত করার পর থেকে শুধু দিনে নৌযান চলাচল করত। রাতে এ নৌপথ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাতেও নৌযান চলাচলের নির্দেশনা দিয়েছেন। রাতে নৌযান চলাচলের এই নির্দেশনা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে পৌঁছেছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই তা কার্যকরে সংশ্লিষ্ট নৌ ক্যানেলের ড্রেজিং কাজে নিয়োজিত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান ও ড্রেজার মালিকদের অবহিত করা হয়েছে। রাতে নৌযান চলাচল উপযোগী রাখার জন্য তাদের ড্রেজারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। নৌযান চলাচল নির্বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ড্রেজারগুলোতে পর্যাপ্ত লাইট, রেড মার্কা ও বয়া স্থাপন করতে বলা হয়েছে। ক্যানেলটিতে নাইট নেভিগেশনেরও কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএর নেভিগেশন বিভাগ।
নাব্যতাসংকটরে কারণে ক্যানেলটিতে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে মোংলা বন্দরের ওপর। কারণ, মোংলা বন্দরে আসা জাহাজের পণ্য দেশের বিভিন্ন স্থানে এ নদী পথে আনা-নেওয়া হয়। মোংলা বন্দর সচল রাখার স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৫ সালে ক্যানেলটি সচলের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এই ক্যানেলে খননকাজ শুরু করে। ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানেলটি উন্মুক্ত ঘোষণা করেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫