Ajker Patrika

রাতেও চলবে নৌযান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৬: ৩৬
রাতেও চলবে নৌযান

বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী ক্যানেল দিয়ে রাতেও নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তাই এখন থেকে আর এই নৌরুট দিয়ে রাতে নৌযান চলাচলের পূর্বের বিধিনিষেধ থাকছে না। গত বৃহস্পতিবার রাত থেকেই আন্তর্জাতিক এ ক্যানেল দিয়ে কার্গো, কোস্টার ও ট্যাংকারসহ বিভিন্ন ধরনের নৌযান চলার অনুমতি পেয়েছে।

দিনের মতো রাতেও সার্বক্ষণিক নির্বিঘ্নে নৌযান চলাচলের জন্য নাইট নেভিগেশনের কাজ শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. আনিসুজ্জামান রকি এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আনিসুজ্জামান রকি বলেন, এ ক্যানেলটি উন্মুক্ত করার পর থেকে শুধু দিনে নৌযান চলাচল করত। রাতে এ নৌপথ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাতেও নৌযান চলাচলের নির্দেশনা দিয়েছেন। রাতে নৌযান চলাচলের এই নির্দেশনা বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হাতে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া মাত্রই তা কার্যকরে সংশ্লিষ্ট নৌ ক্যানেলের ড্রেজিং কাজে নিয়োজিত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান ও ড্রেজার মালিকদের অবহিত করা হয়েছে। রাতে নৌযান চলাচল উপযোগী রাখার জন্য তাদের ড্রেজারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। নৌযান চলাচল নির্বিঘ্ন ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ড্রেজারগুলোতে পর্যাপ্ত লাইট, রেড মার্কা ও বয়া স্থাপন করতে বলা হয়েছে। ক্যানেলটিতে নাইট নেভিগেশনেরও কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএর নেভিগেশন বিভাগ।

নাব্যতাসংকটরে কারণে ক্যানেলটিতে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে মোংলা বন্দরের ওপর। কারণ, মোংলা বন্দরে আসা জাহাজের পণ্য দেশের বিভিন্ন স্থানে এ নদী পথে আনা-নেওয়া হয়। মোংলা বন্দর সচল রাখার স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে ২০১৫ সালে ক্যানেলটি সচলের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশনা দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ এই ক্যানেলে খননকাজ শুরু করে। ২০১৬ সালের ২৭ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যানেলটি উন্মুক্ত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত