Ajker Patrika

ঢাবিতে ডিন নির্বাচন

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১০: ৪৮
ঢাবিতে ডিন নির্বাচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনের ১০টি পদেই আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষকেরা জয় পেয়েছেন। বিজয়ীদের মধ্যে আইন অনুষদে ড. মো. রহমত উল্লাহ এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ড. মো. জিল্লুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাবির সিনেট ভবনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বাকি ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায়, নির্বাচনে সাদা দলের ভরাডুবি হয়েছে। কলা অনুষদে ড. মো. আব্দুল বাছির, বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. আবদুস ছামাদ, বিজনেস স্টাডিজে ড. মোহাম্মদ আব্দুল মঈন, সামাজিক বিজ্ঞানে ড. মো. জিয়াউর রহমান, জীববিজ্ঞানে ড. এ কে এম মাহবুব হাসান, ফার্মেসিতে ড. সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন ডিন হিসেবে বিজয়ী হয়েছেন।

সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে নির্বাচনের ব্যবস্থা করেছি। সবার সহযোগিতায় এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। কোভিড আক্রান্ত শিক্ষক যাঁরা আইসোলেশনে ছিলেন, তাঁদের জন্য আলাদাভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত