Ajker Patrika

মিটারগেজের দুটি কোচ লাইনচ্যুত

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৪: ০১
মিটারগেজের দুটি কোচ লাইনচ্যুত

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের মিটারগেজের দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপেয়ারিং শপে কোচ দুটি মেরামত শেষে ট্র্যাফিক বিভাগের হস্তান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে। কোচ দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা আজকের পত্রিকাকে জানান, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি কোচ নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। কোচ দুটি উদ্ধারে পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে লাইনচ্যুত কোচ দুটি উদ্ধার করা হবে বলে জানান তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপেয়ার শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, এই শপে শ্রমিকেরা কোচ তিনটি মেরামত করে চলাচলের উপযোগী করে গড়ে তুলেছে। এসব কোচ ঈদে বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোগ করা হবে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য। আজ (গতকাল) বুধবার বিকেলে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে কোচ তিনটি হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল।

এদিকে সৈয়দপুরে রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রেলওয়ে কর্তৃপক্ষ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রমে ছোট্ট-বড় মিলিয়ে দুই শতাধিক দোকান ঘর উচ্ছেদ করে। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা। এ সময় উচ্ছেদ কাজে বাঁধা দেওয়ায় জামিল নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত