Ajker Patrika

গুরু সিডন্সের ক্লাসে কোচ আফতাব-তুষারদের পাঠ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ১১: ৪৬
গুরু সিডন্সের ক্লাসে কোচ আফতাব-তুষারদের পাঠ

একসময় তাঁরা ছিলেন জেমি সিডন্সের শিষ্য। খেলোয়াড়ি জীবনের সে সময়টা পেছনে ফেলে এসেছেন আফতাব আহমেদ-নাজমুল ইসলামেরা। এখন তাঁরাও সিডন্সের মতো কোচ। এরই মধ্যে জাতীয় দলে না হলেও দেশের ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের হাতেখড়ি হয়েছে তাঁদের। বিসিবির লেভেল-২ কোচিংয়ের কোর্সে এবার তাঁরা পেয়েছেন একসময়ের গুরু সিডন্সকে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে গতকাল সিডন্স বিসিবির লেভেল-২ কোচিংয়ের ক্লাস নিয়েছেন। পুরোনো শিষ্যদের সঙ্গে সেশনটা যে দারুণ কেটেছে, গতকাল মিরপুরে আফতাবদের সঙ্গে সিডন্সের খুনসুটিতে পরিষ্কার। সেশন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক শিষ্যদের নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক লেখেন, ‘দেশের সেরা কোচদের সঙ্গে কোচিং সেশন। এখানে আমার গতবারের কিছু পুরোনো শিষ্যকে কাছে পেয়ে দারুণ লাগছে। ডলার মাহমুদ, আফতাব, নাজমুল, রাসেল, তুষার। দেখে খুবই ভালো লাগছে যে ওরা এখনো বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখে যাচ্ছে।’

সাবেক গুরুর সঙ্গে কোচিং সেশন কেমন কাটল, আজকের পত্রিকাকে সাবেক পেসার নাজমুল বলেন, ‘সত্যি বলতে আমাদের দেখে জেমি খুবই খুশি। আমরা যে এখনো ক্রিকেটের সঙ্গে আছি, এটা নিয়ে তিনি খুবই আনন্দিত। কোচিং নিয়ে যেকোনো প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।’ সিডন্সের সঙ্গে মজা নিয়ে নাজমুল আরও বলেন, ‘জেমির সঙ্গে রিয়াদও (মাহমুদউল্লাহ রিয়াদ) আসে ক্লাসে। রিয়াদ বলছিল, “দেখো জেমি সে এখন আমারও কোচ।” তখন জেমি বলছিল, “বন্ধু হলেও সে এখন তোমার কোচ, সব পরামর্শ শুনতে হবে।”’

সিডন্স এখনো আগের মতো আছেন জানিয়ে তুষার ইমরান বলেন, ‘এখন কোচ হিসেবে শিখতে গিয়েছি, তখন শিখেছি ছাত্র হিসেবে। ২০০৭-২০০৮ সালে যেমন ছিলেন, জেমি এখনো তেমনই আছেন। যে স্টাইলে কথাবার্তা বলতেন, ব্যাটিং শেখাতেন, এখনো আগের মতোই।’ সিডন্সকে নিয়ে স্মৃতিরোমন্থন করছিলেন আফতাবও, ‘অনেক দিন পর, ওনার আগের কোচিংগুলোই করলাম। একই হাই লিফট, পুল আমার জন্য সহজ হয়েছে। পুরোনো গুরুকে অন্য ভূমিকায় পেলাম। আমি নিজেও কোচ, তিনিও কোচ। খুবই আন্তরিক ছিলেন, একজন কোচ আরেকজনের সঙ্গে যেমন আচরণ করেন। এখনো আগের মতোই আছেন জেমি। আমার মনে হয়, তাঁর চেহারাও পরিবর্তন হয়নি।’

কদিন আগে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে ছুটিতে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে ঢাকায় আছেন বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক সিডন্স। এখান থেকেই দলের সঙ্গী হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত