Ajker Patrika

কমছে না ব্যাটারি অটোর দাপট

মো. বেলাল হোসাইন, (রামগড়) খাগড়াছড়ি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৫১
কমছে না ব্যাটারি অটোর দাপট

সরকারি নিষেধাজ্ঞা পাত্তা না দিয়েই খাগড়াছড়ির রামগড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। কখনো কখনো অভিযানের মুখে এগুলোর চলাচল সাময়িক বন্ধ থাকলেও অভিযান থেমে গেলে পরিস্থিতি ফিরছে আগের অবস্থায়। প্রতিনিয়ত দুর্ঘটনার পাশাপাশি এতে তৈরি হচ্ছে যানজট।

এদিকে ব্যাটারিচালিত এসব অটোরিকশার দাপটে বিলুপ্তির পথে পরিবেশবান্ধব প্যাডেলচালিত রিকশা। এর ফলে আয় একেবারেই নেই এসব প্যাডেলচালিত রিকশাচালকদের। এক বেলা খেয়ে আরেক বেলা অনাহারে থেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব চালক।

বছর দশেক আগেও চলাচলের প্রধান মাধ্যম ছিল পরিবেশবান্ধব প্যাডেলচালিত রিকশা। প্রায় ২০০ রিকশা চলত এ এলাকায়। এসব রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসার চলত চালকদের। কিন্তু বর্তমানে এসব রিকশা নেই বললেই চলে। এসব রিকশার জায়গা দখল করে নিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা।

এদিকে গত বুধবার সারা দেশে ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তা ছাড়া ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন আমদানি ও বিক্রির ওপরেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এর আগে দেশে মোটরচালিত সব রিকশা থেকে ব্যাটারি ও অন্যান্য মেশিনারি যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু এমন নিষেধাজ্ঞার পরও বাজারে দাপট কমছে না।

সরেজমিনে রামগড় বাজার, সিনেমাহল, মাস্টারপাড়ার রোডে দুয়েকটা প্যাডেলচালিত রিকশা দেখা গেলেও পুরো পৌরসভার প্রত্যেক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

কয়েকজন প্যাডেলচালিত রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার অধিকাংশ সড়কে ব্যাটারিচালিত রিকশা অনেক। এসব রিকশা আসার পর থেকে দুর্দিন শুরু হয় প্যাডেলচালিত রিকশাচালকদের।

অটোরিকশাচালক সাবউদ্দীন জানান, অটোরিকশা যে নিষিদ্ধ তা তিনি জানেন না। সবাই চালাচ্ছে তাই তিনিও চালান। তিনি জানান, সড়কে অনেক কিশোর অটোরিকশা চালায়। এ জন্য প্রায় সময় দুর্ঘটনা হচ্ছে। তাদের জন্য চালকদের বদনাম হয় বলে জানান তিনি।

প্যাডেলচালিত রিকশাচালক আব্দুল হাই জানান, ৩০ বছর রিকশা চালান তিনি। এমন খারাপ সময় কখনো আসেনি। কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন দিন ধরে কাশি এবং বুকে ব্যথা। টাকার জন্য চিকিৎসা নিতে পারছি না। ৬ সদস্যের পরিবার নিয়ে খুব বেকায়দায় আছি।’

পরিবেশবিদ আশিকুর রহমান সুমন বলেন, যাতায়াতে সময় বাঁচানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ব্যবহার হচ্ছে। কিন্তু এসব অটোরিকশায় নানা সমস্যা তৈরি হচ্ছে।

রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, ‘নতুন দায়িত্ব নেওয়ায় এখনো পদক্ষেপ নেওয়ার সুযোগ পাইনি। সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের ডেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলব।’

রামগড় থানার ওসি শামসুজ্জামান জানান, স্ট্যান্ডগুলোতে প্রায় সময় অভিযান পরিচালনা করা হয়। তবু তাঁরা থামছে না। আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী বৈঠকে এটি নিয়ে আলোচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত