Ajker Patrika

খুবি শিক্ষক সমিতির নয়া কমিটির যাত্রা শুরু

খুবি প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
Thumbnail image

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ লক্ষ্যে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটি তাদের দায়িত্ব বুঝে নেয়।

বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে প্রশাসন ও সেখানকার শিক্ষক সমিতির চিন্তা-ভাবনা যদি একই রকম হয় তবে সে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি অর্জন সহজ হয়। খুবি শিক্ষক সমিতি একটি ঐতিহ্যের ধারা সৃষ্টি করতে পেরেছে। এটা আমাদের গর্বের বিষয়।’

উপাচার্য বলেন, ‘খুবি শিক্ষক সমিতির সবাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ব্যাপারে, সমৃদ্ধির ব্যাপারে এক। এই ঐক্যই আমাদের বড় শক্তি। তিনি শিক্ষকদের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভব সব রকম সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন ‘এমনও হতে পারে শিক্ষক সমিতির অনেক দাবি পেশ করার আগেই তা পূরণ হয়ে গেছে। কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্য দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাই শিক্ষকদের সুবিধা-অসুবিধার বিষয়ে তারা অবগত।’

তিনি বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান এবং তাদের কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে প্রথমপর্বে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানজিল সওগাত নতুন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তরুণ কান্তি বোসের হাতে সমিতির ফাইল হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত