Ajker Patrika

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৫৩
ময়মনসিংহে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে

ময়মনসিংহে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। দেখার যেন কেউ নেই। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খাসির মাংসের দাম বেড়েছে ১০০ টাকা। এ ছাড়া বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও ডালের দাম। গতকাল রোববার নগরীর মেছুয়া বাজারে ঘুরে এসব তথ্য জানা গেছে।

বাজারের আকরাম ব্রয়লার হাউসের বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সামাজিক অনুষ্ঠান বেড়েছে। তা ছাড়া, শীতে ব্রয়লার মুরগির সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি, সোনালি মুরগি ১০ টাকা বেড়ে ২৫০ টাকা, সাদা কক ২৪০ টাকা, কেঁচো মুরগি ২৪০ টাকা, লেয়ার মুরগি ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

একই বাজারের মাংস বিক্রেতা মোসলেম উদ্দিন বলেন, শীতে সামাজিক অনুষ্ঠান বেড়েছে। তাই খাসির মাংস গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০০ টাকা বেড়েছে। তিনি বলেন, খাসির মাংস ৯০০ টাকা, গরুর মাংস ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ওই বাজারের আলামিন সবজি বিতানের বিক্রেতা আলামিন মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

তিনি বলেন, পেঁপে ১৫ টাকা, গাজর ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, শিম ৪৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধা কপি ৩০ থেকে ৪০ টাকা, পেঁয়াজ পাতা ২৫ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা মোটর ১২০ টাকা, নতুন আলু ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, শসা ৪০ টাকা, লেবু ১৫ টাকা হালি, বরবটি ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের মাছ বিক্রেতা শামীম হোসেন বলেন, শিং মাছ ৪০০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, টাকি মাছ ৩০০ টাকা, ছোট শোল মাছ ৪০০ টাকা, দেশি পুঁটি মাছ ২৫০ টাকা, ট্যাংরা ৪০০ টাকা, পাবদা ৩২০ টাকা, রুই মাছ ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের জঙ্গলবাড়ি স্টোরের বিক্রেতা কাশেম ফকির বলেন, ডাল ও আটার দাম কেজিতে ৫ টাকা করে বেড়েছে। তবে, কমেনি কোনো পণ্যের দাম।

তিনি বলেন, ভাঙা মসুর ৮৫ টাকা, বোল্ডার মসুর ডাল ৯৫ টাকা, দেশি মসুর ডাল ১১০ টাকা, মোটর ১৫০ টাকা, মুগডাল ১৩০ টাকা, মাষকলাই ৯৫ টাকা, ভাঙা মাষকলাই ১২৫ টাকা, প্যাকেট আটা ৪৫ টাকা, খোলা আটা ৩২ টাকা, চিনি ৭৫ টাকা, কোয়ালিটি ১৪০ টাকা, খোলা সয়াবিন ১৫৫ টাকা, পামওয়েল ১৪০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন তেল ১৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, দেশি মুরগির ডিম ৬০ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির ডিম ৩২ টাকা হালি বিক্রি হচ্ছে। এ ছাড়া, দেশি পেঁয়াজ ৪০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৫০ টাকা, আদা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত