Ajker Patrika

করোনা বাড়ছে, স্বাস্থ্যবিধি নেই

শিমুল চৌধুরী, ভোলা
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩: ০৯
করোনা বাড়ছে, স্বাস্থ্যবিধি নেই

ভোলায় করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। কিন্তু বিভিন্ন গরুর হাট, কাঁচাবাজারসহ জনসমাগম আছে, এমন জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মানায় আগ্রহ নেই সাধারণ মানুষের। এতে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে নতুন করে ৮ জনের এ ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলায়। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ জন।

এর আগের দিন ২১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। জুনের শেষদিক থেকে জেলায় করোনা সংক্রমণ বেড়েছে বলে জানা গেছে।

ভোলায় করোনা সংক্রমণ রোগীর সংখ্যা বাড়ার কথা জানিয়ে সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। তিনি সোমবার ভোলা প্রেসক্লাবে এনটিভির ২০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভোলায় করোনাভাইরাস ফের বেড়েছে। দুজন ইউএনও এ আক্রান্ত হয়েছেন। সুতরাং সবাইকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে ভোলায় করোনা সংক্রমণ বাড়লেও অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার ব্যাপারে কড়াকড়ি আরোপ করলেও দোকান, শপিংমল, বাজার, পশুর হাটে ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্তোরাঁয় বেশির ভাগ মানুষই মাস্ক পরছেন না। তাঁদের মধ্যে মাস্ক পরায় অনীহা দেখা গেছে। বজায় রাখছেন না সামাজিক দূরত্ব।

গতকাল ভোলা শহরের যুগিরঘোল, নতুন বাজার, কাঁচাবাজার, সদর রোড, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা ঘুরে মাস্ক ছাড়াই মানুষজনকে দেখা গেছে চলাচল করতে। এ নিয়ে প্রশাসনেরও তেমন কোনো তদারকি চোখে পড়েনি।

মাস্ক না পরার কারণ জানতে চাইলে ভোলা কিচেন মার্কেটের নিচতলার বাজারের মাছ বিক্রেতা তছির আহমেদ বলেন, ‘করোনাভাইরাস বাড়ার খবর আমরা শুনিনি। এ ছাড়া মাছবাজারে এমনিতেই অনেক গরম। এর মধ্যে মুখে মাস্ক পরলে আরও গরম লাগে। তাই মাস্ক পরছি না।’

অন্যদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলায় ৯৩ স্থানে বসেছে কোরবানির পশুর হাট। এর বাইরেও বসেছে ছোট ছোট পশুর হাট। তবে অধিকাংশ হাটে স্বাস্থ্যবিধির বালাই নেই। ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক। সামাজিক দূরত্ব না রেখেই চলছে বেচাকেনা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার পশুর হাটে গিয়ে দেখা গেছে, কোরবানির পশু কিনতে আসা অধিকাংশ ক্রেতা ও বিক্রেতাদের মুখে মাস্ক নেই।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইন্দ্রজিৎ কুমার মণ্ডল গতকাল মঙ্গলবার বলেন, এ বিষয়ে হাট কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিন্তু নিয়ম-নীতি মানতে নারাজ অনেকেই।

ভোলা জেলা সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান বলেন, ভোলায় ক্রমেই সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। মাস্ক পরার ব্যাপারে এখন যেভাবে উদাসীনতা দেখা যাচ্ছে, সেটা আশঙ্কার বিষয়। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার কোরবানির পশুর হাটগুলো, লঞ্চঘাট ও বাস টার্মিনালসহ যেসব স্থানে মানুষের সমাগম হবে, সেসব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। সেখানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত