Ajker Patrika

বাড়ছে ঠান্ডাজনিত রোগ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ৫২
বাড়ছে ঠান্ডাজনিত রোগ

ব্রাহ্মণপাড়ায় শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। এর মধ্যে নিউমোনিয়া, হাঁপানি শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধাসহ বিভিন্ন বয়সের মানুষ। তবে এর মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক মাসে এ হাসপাতালে শুধু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৯৬ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে বেশির ভাগ ছিল শিশু রোগী। এ ছাড়া ঠান্ডাজনিত জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ অন্যান্য রোগে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তবিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন শিশু থেকে বিভিন্ন বয়সের আরও ১ হাজার ৭৩৫ জন রোগী।

এ ছাড়া গত এক সপ্তাহে এ হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২৫ জন ও জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০ চিকিৎসা নিয়েছেন।

উপজেলার শিদলাই গ্রামের জেসমিন আক্তার (১৭) চিকিৎসা নিতে এসেছে হাসপাতালে। হাতে স্যালাইনের সুচ লাগানো। গত শনিবার বেলা ১১টায় সে ভর্তি হয়েছে। জেসমিন জানায়, গত পরশু তার অনেকবার পাতলা পায়খানা হয়েছে। ভয়ে হাসপাতালে চলে এসেছে। এখন নিজেকে অনেকটা সুস্থ মনে হচ্ছে।

নন্দীপাড়া গ্রামের নাজমা বেগম সাড়ে তিন বছরের মেয়ে সানজিদাকে গত রোববার হাসপাতালে ভর্তি করিয়েছেন। মেয়ের তিনবার পাতলা পায়খানা আর ১০ বার বমি হয়েছিল।

একইভাবে সাহেবাবাদ গ্রাম থেকে দেড় বছরের মেয়ে সুমাইয়াকে নিয়ে এসেছেন পারভীন আক্তার। মেয়ের পাতলা পায়খানার সঙ্গে বমি হচ্ছিল বারবার। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসকেরা তাঁদের যথাযথ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া তাঁদের চিকিৎসার জন্য অধিকাংশ ওষুধ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হচ্ছে। হাসপাতালে এখন ভালো আছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ‘শীতের মৌসুমে রোটা ভাইরাসের প্রকোপ থাকে। যার কারণে নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে মানুষ বেশি আক্রান্ত হন। এর মধ্যে রোটা ভাইরাসের কারণে শিশুরাই বেশি ঝুঁকিতে থাকে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বেশির ভাগ শিশুর ডায়রিয়া হয়। আমাদের হাসপাতালে যেসব রোগী রয়েছে, এর মধ্যে শিশুর সংখাই বেশি এবং তাদের সবাই ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। তবে ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে ওষুধ বরাদ্দ আছে। এই ধরনের রোগীদের চিকিৎসায় কোনো প্রকার অবহেলা না করেই সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা।’

এ সময় আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, ঠান্ডাজনিত রোগ থেকে শিশুকে মুক্ত রাখতে হলে গরম কাপড় পরানোর পাশাপাশি শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিশুকে খাবার খাওয়ানোর পূর্বে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। তাহলে রোটা ভাইরাস থেকে শিশুরা মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত