Ajker Patrika

কীটনাশক ছিটিয়ে সংসার চলে মসলিমের

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫: ৪২
কীটনাশক ছিটিয়ে সংসার চলে মসলিমের

প্রতি মৌসুমে অন্তত ৬০০ বিঘা ইরি ও রোপা আমনের ফসলে সতর্কতা অবলম্বন করেই কীটনাশক ছিটান তিনি। জমিতে ধান রোপণ থেকে শুরু করে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধান কাটা, মাড়াই, গোলায় তোলা—সব কাজেই সমানতালে পারদর্শী তিনি। অন্যের জমিতে কাজ করেই চলে তাঁর সংসার। তিনি মো. মসলিম।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের বাসিন্দা মসলিম। নিজ গ্রামসহ আশপাশের রশিকপুর, চকপাড়া, চালিতাডাঙ্গা, মিরারপাড়া, গান্ধাইলসহ কয়েকটি গ্রামের ফসলি জমিতে কীটনাশক ছিটান তিনি।

গতকাল রোববার গাড়াবেড় গ্রামে আমনের ফসলে কীটনাশক ছিটাতে দেখা যায় তাঁকে। কাঁধে স্প্রেয়ার, মাথায় মোটরসাইকেলের হেলমেট আর হাতে মোজা পরে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি।

এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, প্রতিবছর আশপাশের কয়েক গ্রামের অন্তত ৬০০ বিঘা জমিতে কীটনাশক ছিটান তিনি। প্রতি বিঘা জমির জন্য পারিশ্রমিক হিসাবে ১০০ টাকা করে নেন জমির মালিকের কাছ থেকে। দিনে সর্বোচ্চ ৯-১০ বিঘা জমিতে কীটনাশক ছিটানো যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। সংসারে কীটনাশক ছিটিয়ে সংসার চলে তাঁর। পাশাপাশি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রির কাজসহ ভ্যান-রিকশাও চালাতে পারেন তিনি। যখন যে কাজ বেশি চলে—সেটাই করেন তিনি।

গাড়াবেড় গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘আমার তিন বিঘা জমিতে মসলিমকে দিয়েই কীটনাশক ছিটিয়েছি। এ কাজে সে ভালো পারদর্শী।’

চালিতাডাঙ্গা গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘আমার বয়স হয়েছে। পাঁচ বিঘা জমিতে মসলিম নিজে ওষুধ প্রয়োগ করে দিয়েছে। এ ক্ষেত্রে তাঁকে প্রতি বিঘা ১০০ টাকা করে পারিশ্রমিক দিয়েছি।’

কৃষক শুকুর আলী বলেন, ‘আমি নিজেও তাঁর সঙ্গে কীটনাশক ছিটিয়েছি। সে খুব ভালোভাবে এ কাজ করে। সমানভাবে কীটনাশক ছিটায়।’

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, ফসলের পোকামাকড় দমনে জমিতে কীটনাশক ছিটাতে হয়। ভালো ফলন পেতে অভিজ্ঞ ব্যক্তি দিয়েই কীটনাশক ছিটানো উচিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুবনা জানান, কীটনাশক ছিটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, মুখ ও চোখে যেন কোনোভাবেই ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। অসাবধানতাবসত কীটনাশক নাক-মুখে ঢুকে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত