শাহীন রহমান, পাবনা
প্রতি মৌসুমে অন্তত ৬০০ বিঘা ইরি ও রোপা আমনের ফসলে সতর্কতা অবলম্বন করেই কীটনাশক ছিটান তিনি। জমিতে ধান রোপণ থেকে শুরু করে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধান কাটা, মাড়াই, গোলায় তোলা—সব কাজেই সমানতালে পারদর্শী তিনি। অন্যের জমিতে কাজ করেই চলে তাঁর সংসার। তিনি মো. মসলিম।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের বাসিন্দা মসলিম। নিজ গ্রামসহ আশপাশের রশিকপুর, চকপাড়া, চালিতাডাঙ্গা, মিরারপাড়া, গান্ধাইলসহ কয়েকটি গ্রামের ফসলি জমিতে কীটনাশক ছিটান তিনি।
গতকাল রোববার গাড়াবেড় গ্রামে আমনের ফসলে কীটনাশক ছিটাতে দেখা যায় তাঁকে। কাঁধে স্প্রেয়ার, মাথায় মোটরসাইকেলের হেলমেট আর হাতে মোজা পরে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি।
এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, প্রতিবছর আশপাশের কয়েক গ্রামের অন্তত ৬০০ বিঘা জমিতে কীটনাশক ছিটান তিনি। প্রতি বিঘা জমির জন্য পারিশ্রমিক হিসাবে ১০০ টাকা করে নেন জমির মালিকের কাছ থেকে। দিনে সর্বোচ্চ ৯-১০ বিঘা জমিতে কীটনাশক ছিটানো যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। সংসারে কীটনাশক ছিটিয়ে সংসার চলে তাঁর। পাশাপাশি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রির কাজসহ ভ্যান-রিকশাও চালাতে পারেন তিনি। যখন যে কাজ বেশি চলে—সেটাই করেন তিনি।
গাড়াবেড় গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘আমার তিন বিঘা জমিতে মসলিমকে দিয়েই কীটনাশক ছিটিয়েছি। এ কাজে সে ভালো পারদর্শী।’
চালিতাডাঙ্গা গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘আমার বয়স হয়েছে। পাঁচ বিঘা জমিতে মসলিম নিজে ওষুধ প্রয়োগ করে দিয়েছে। এ ক্ষেত্রে তাঁকে প্রতি বিঘা ১০০ টাকা করে পারিশ্রমিক দিয়েছি।’
কৃষক শুকুর আলী বলেন, ‘আমি নিজেও তাঁর সঙ্গে কীটনাশক ছিটিয়েছি। সে খুব ভালোভাবে এ কাজ করে। সমানভাবে কীটনাশক ছিটায়।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, ফসলের পোকামাকড় দমনে জমিতে কীটনাশক ছিটাতে হয়। ভালো ফলন পেতে অভিজ্ঞ ব্যক্তি দিয়েই কীটনাশক ছিটানো উচিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুবনা জানান, কীটনাশক ছিটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, মুখ ও চোখে যেন কোনোভাবেই ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। অসাবধানতাবসত কীটনাশক নাক-মুখে ঢুকে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
প্রতি মৌসুমে অন্তত ৬০০ বিঘা ইরি ও রোপা আমনের ফসলে সতর্কতা অবলম্বন করেই কীটনাশক ছিটান তিনি। জমিতে ধান রোপণ থেকে শুরু করে নিড়ানি, কীটনাশক ছিটানো, ধান কাটা, মাড়াই, গোলায় তোলা—সব কাজেই সমানতালে পারদর্শী তিনি। অন্যের জমিতে কাজ করেই চলে তাঁর সংসার। তিনি মো. মসলিম।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গাড়াবেড় গ্রামের বাসিন্দা মসলিম। নিজ গ্রামসহ আশপাশের রশিকপুর, চকপাড়া, চালিতাডাঙ্গা, মিরারপাড়া, গান্ধাইলসহ কয়েকটি গ্রামের ফসলি জমিতে কীটনাশক ছিটান তিনি।
গতকাল রোববার গাড়াবেড় গ্রামে আমনের ফসলে কীটনাশক ছিটাতে দেখা যায় তাঁকে। কাঁধে স্প্রেয়ার, মাথায় মোটরসাইকেলের হেলমেট আর হাতে মোজা পরে জমিতে কীটনাশক ছিটাচ্ছেন তিনি।
এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান, প্রতিবছর আশপাশের কয়েক গ্রামের অন্তত ৬০০ বিঘা জমিতে কীটনাশক ছিটান তিনি। প্রতি বিঘা জমির জন্য পারিশ্রমিক হিসাবে ১০০ টাকা করে নেন জমির মালিকের কাছ থেকে। দিনে সর্বোচ্চ ৯-১০ বিঘা জমিতে কীটনাশক ছিটানো যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে সংসার। সংসারে কীটনাশক ছিটিয়ে সংসার চলে তাঁর। পাশাপাশি কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রির কাজসহ ভ্যান-রিকশাও চালাতে পারেন তিনি। যখন যে কাজ বেশি চলে—সেটাই করেন তিনি।
গাড়াবেড় গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘আমার তিন বিঘা জমিতে মসলিমকে দিয়েই কীটনাশক ছিটিয়েছি। এ কাজে সে ভালো পারদর্শী।’
চালিতাডাঙ্গা গ্রামের কৃষক লাল মিয়া বলেন, ‘আমার বয়স হয়েছে। পাঁচ বিঘা জমিতে মসলিম নিজে ওষুধ প্রয়োগ করে দিয়েছে। এ ক্ষেত্রে তাঁকে প্রতি বিঘা ১০০ টাকা করে পারিশ্রমিক দিয়েছি।’
কৃষক শুকুর আলী বলেন, ‘আমি নিজেও তাঁর সঙ্গে কীটনাশক ছিটিয়েছি। সে খুব ভালোভাবে এ কাজ করে। সমানভাবে কীটনাশক ছিটায়।’
কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম জানান, ফসলের পোকামাকড় দমনে জমিতে কীটনাশক ছিটাতে হয়। ভালো ফলন পেতে অভিজ্ঞ ব্যক্তি দিয়েই কীটনাশক ছিটানো উচিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুবনা জানান, কীটনাশক ছিটাতে সতর্কতা অবলম্বন করতে হবে। নাক, মুখ ও চোখে যেন কোনোভাবেই ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে। অসাবধানতাবসত কীটনাশক নাক-মুখে ঢুকে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫