ড. এ এন এম মাসউদুর রহমান
আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো।এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (আলে-ইমরান: ১৫৯)
আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন এবং সবকিছুর মালিক। তিনি বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)। আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯)
আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩)।
এরপরও কত মানুষ বিভিন্ন সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কোনো কল্যাণ কামনা করে থাকে। বিভিন্ন মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করে। অথচ ওই মাজারে যিনি শায়িত আছেন, তিনিই হয়তো বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত আছেন। তাই এসব কাজ করা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা উচিত।
আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত রুটি-রুজি দেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন ও তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করো।এরপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।’ (আলে-ইমরান: ১৫৯)
আল্লাহ সব কাজের ক্ষমতা রাখেন এবং সবকিছুর মালিক। তিনি বলেন, ‘যে আল্লাহর ওপর ভরসা করে, তবে তো আল্লাহ নিশ্চয়ই পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’ (সুরা আনফাল: ৪৯)। আল্লাহর ওপর ভরসাকারীরা সত্যানুরাগী হয়ে থাকেন। আল্লাহ বলেন, ‘অতএব আল্লাহর ওপর ভরসা করো; কারণ তুমি সুস্পষ্ট সত্যের ওপর অধিষ্ঠিত আছো।’ (সুরা নামল: ৭৯)
আল্লাহ নিজেই তাঁর ওপর ভরসাকারীর দায়িত্ব নিয়ে নেন। তিনি বলেন ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই।’ (সুরা তালাক: ৩)।
এরপরও কত মানুষ বিভিন্ন সৃষ্টির কাছে সম্পদ, সন্তান অথবা দুনিয়ার কোনো কল্যাণ কামনা করে থাকে। বিভিন্ন মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য মানত করে। অথচ ওই মাজারে যিনি শায়িত আছেন, তিনিই হয়তো বিভিন্ন পরীক্ষার মধ্যে লিপ্ত আছেন। তাই এসব কাজ করা থেকে বিরত থাকা এবং আল্লাহর ওপর ভরসা করা উচিত।
আল্লাহর ওপর ভরসা করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাঁর ওপর নির্ভরশীল বান্দাদের অগণিত রুটি-রুজি দেন, পার্থিব সব সমস্যার সমাধান করেন এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেন ও তাদের মর্যাদা সুউচ্চ করেন। মহানবী (সা.) বলেন, ‘তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয়, সেভাবে তোমাদেরও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে।’ (তিরমিজি)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫