মো. ফরিদ রায়হান অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)
ফলের নাম মেস্তা। অনেকেই চেনেন না। গাঢ় লালবর্ণের টক স্বাদযুক্ত ও জলপাই সবুজ রঙিন পাতার উপগুল্ম জাতীয় উদ্ভিদ ফল এটি। মেস্তাগুডা বা চুকাই নামে ডাকা হয়। ইংরেজি নাম রোজেল ও সরেল। ফলটির আদি নিবাস আফ্রিকা। বাংলাদেশের বহু জায়গায় এখন দেখতে পাওয়া যায়। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এই টকজাতীয় ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। মেস্তাগুডা চাষে অনেকে লাভবান হচ্ছেন, এ রকম একজন হলেন পূর্ব অষ্টগ্রামের সমীর দেব।
মেস্তা ফল, আবার মেস্তা সবজিও। দৃষ্টিনন্দন শীতকালীন এ সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত হইলফা, অম্বলমধু, চুকুর, মেডস, চুক্কাগুডা, মেস্তাগুডা, চুকাই, চুকাপাতা, টেঙ্গাপাতাসহ বাহারি সব নামে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বেশ প্রসিদ্ধ এ ফল। হরেক রকম ওষুধি গুণ আছে এ ফলের। মুখরোচক জ্যাম-জেলি তৈরিতেও ব্যবহৃত হয় এই মেস্তাগুডা।
বিভিন্ন দেশে মেস্তাপাতা ভেষজ চা হিসেবে খাওয়া হয়, এ রকমটাই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশে ভর্তা ও তরকারি রান্নায় ব্যবহৃত হয় মেস্তা। মেস্তাগুডা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটি মূত্রবর্ধক, মৃদু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ক্যানসার ও স্নায়ু রোগ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ক্যালসিয়াম, ভিটামিন, ক্যারোটিন ও প্রোটিনসহ পুষ্টিগুণসম্পন্ন এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন।
আমড়া, জলপাই, তেঁতুল, ডেউয়া, সাতকরা ফলের বিকল্প হিসেবে মেস্তাগুডা ও মেস্তাপাতা দিয়ে খাট্টা বা টক রান্না করা হয়। মেস্তাগুডার গাছের আঁশ পাটের বিকল্প হিসেবে কাজে লাগানো যায়। এ ছাড়াও, বীজ হতে ভোজ্যতেল উৎপাদন করা যায়।
গত মঙ্গলবার সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ দেব আখড়ার পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ৮ শতাংশ ঢালু জায়গায় মেস্তাগুডা চাষ করেছেন সমীর দেব। তিনি ১ হাজার টাকায় জমি পত্তন নিয়ে চাষ করেছেন মেস্তাগুডা। চারা ও যত্নসহ খরচ করেছেন সাড়ে ৪ হাজার টাকা। ৯০ থেকে ৬০ টাকা কেজি দরে ইতিমধ্যে ৯ হাজার টাকার মেস্তাগুডা বিক্রি করেছেন। সমীর দেব জানান, এবার ১৫-১৮ হাজার টাকার মেস্তাগুডা বিক্রি করবেন। পরে গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বীজ বপন বা চারা রোপণ করার ভালো সময় ধরা হয়। ঢালু জায়গা, পুকুর, বাড়ি ও পরিত্যক্ত জায়গা ও জমিতে পানিনিষ্কাশনে উপযুক্ত নালা রেখে মেস্তাগুডার বীজ ও গাছ রোপণ করতে হয়। এ ছাড়া, জমি চাষ-মই দিয়ে মেস্তাগুডা বপন করা হয়। চারা রোপণের ১৩০-১৪০ দিনে ফুল আসে ফল ধরে।
এবার অষ্টগ্রামে প্রায় ১০ একর জমিতে মেস্তাগুডা চাষ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে, উপজেলা কৃষি অফিসের মতে, চাষ হয়েছে সাড়ে ৭ একর জমিতে। কম যত্নে অধিক পুষ্টি ও ওষুধিগুণে ভরা মেস্তাগুডা উঠানে চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে আয় করেন নারীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, ‘চুকাই একটি সম্ভাবনাময় সবজি। এর ব্যাপক চাষে স্বাবলম্বী হবে কৃষকেরা। মূল জমির বাইরে পরিত্যক্ত জায়গায় চুকাই চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব। উৎসাহী কৃষকদের আমরা সহায়তা করে থাকি।’
ফলের নাম মেস্তা। অনেকেই চেনেন না। গাঢ় লালবর্ণের টক স্বাদযুক্ত ও জলপাই সবুজ রঙিন পাতার উপগুল্ম জাতীয় উদ্ভিদ ফল এটি। মেস্তাগুডা বা চুকাই নামে ডাকা হয়। ইংরেজি নাম রোজেল ও সরেল। ফলটির আদি নিবাস আফ্রিকা। বাংলাদেশের বহু জায়গায় এখন দেখতে পাওয়া যায়। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এই টকজাতীয় ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। মেস্তাগুডা চাষে অনেকে লাভবান হচ্ছেন, এ রকম একজন হলেন পূর্ব অষ্টগ্রামের সমীর দেব।
মেস্তা ফল, আবার মেস্তা সবজিও। দৃষ্টিনন্দন শীতকালীন এ সবজি দেশের বিভিন্ন অঞ্চলে পরিচিত হইলফা, অম্বলমধু, চুকুর, মেডস, চুক্কাগুডা, মেস্তাগুডা, চুকাই, চুকাপাতা, টেঙ্গাপাতাসহ বাহারি সব নামে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বেশ প্রসিদ্ধ এ ফল। হরেক রকম ওষুধি গুণ আছে এ ফলের। মুখরোচক জ্যাম-জেলি তৈরিতেও ব্যবহৃত হয় এই মেস্তাগুডা।
বিভিন্ন দেশে মেস্তাপাতা ভেষজ চা হিসেবে খাওয়া হয়, এ রকমটাই জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশে ভর্তা ও তরকারি রান্নায় ব্যবহৃত হয় মেস্তা। মেস্তাগুডা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটি মূত্রবর্ধক, মৃদু কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, ক্যানসার ও স্নায়ু রোগ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ক্যালসিয়াম, ভিটামিন, ক্যারোটিন ও প্রোটিনসহ পুষ্টিগুণসম্পন্ন এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে পেকটিন।
আমড়া, জলপাই, তেঁতুল, ডেউয়া, সাতকরা ফলের বিকল্প হিসেবে মেস্তাগুডা ও মেস্তাপাতা দিয়ে খাট্টা বা টক রান্না করা হয়। মেস্তাগুডার গাছের আঁশ পাটের বিকল্প হিসেবে কাজে লাগানো যায়। এ ছাড়াও, বীজ হতে ভোজ্যতেল উৎপাদন করা যায়।
গত মঙ্গলবার সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ দেব আখড়ার পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, ৮ শতাংশ ঢালু জায়গায় মেস্তাগুডা চাষ করেছেন সমীর দেব। তিনি ১ হাজার টাকায় জমি পত্তন নিয়ে চাষ করেছেন মেস্তাগুডা। চারা ও যত্নসহ খরচ করেছেন সাড়ে ৪ হাজার টাকা। ৯০ থেকে ৬০ টাকা কেজি দরে ইতিমধ্যে ৯ হাজার টাকার মেস্তাগুডা বিক্রি করেছেন। সমীর দেব জানান, এবার ১৫-১৮ হাজার টাকার মেস্তাগুডা বিক্রি করবেন। পরে গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বীজ বপন বা চারা রোপণ করার ভালো সময় ধরা হয়। ঢালু জায়গা, পুকুর, বাড়ি ও পরিত্যক্ত জায়গা ও জমিতে পানিনিষ্কাশনে উপযুক্ত নালা রেখে মেস্তাগুডার বীজ ও গাছ রোপণ করতে হয়। এ ছাড়া, জমি চাষ-মই দিয়ে মেস্তাগুডা বপন করা হয়। চারা রোপণের ১৩০-১৪০ দিনে ফুল আসে ফল ধরে।
এবার অষ্টগ্রামে প্রায় ১০ একর জমিতে মেস্তাগুডা চাষ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে, উপজেলা কৃষি অফিসের মতে, চাষ হয়েছে সাড়ে ৭ একর জমিতে। কম যত্নে অধিক পুষ্টি ও ওষুধিগুণে ভরা মেস্তাগুডা উঠানে চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে আয় করেন নারীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. ছাইফুল আলম বলেন, ‘চুকাই একটি সম্ভাবনাময় সবজি। এর ব্যাপক চাষে স্বাবলম্বী হবে কৃষকেরা। মূল জমির বাইরে পরিত্যক্ত জায়গায় চুকাই চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব। উৎসাহী কৃষকদের আমরা সহায়তা করে থাকি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫