Ajker Patrika

মাসিকে কম বা অতিরিক্ত রক্তপাত হলে

ডা. ফরিদা ইয়াসমিন সুমি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫: ৫৪
Thumbnail image

কম ঋতুস্রাবে
যেকোনো বয়সের প্রজননক্ষম নারীদের একটা সাধারণ সমস্যা ঋতুস্রাব কম হওয়া। কেননা আমাদের দেশের নারীদের একটা বড় অংশ রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায় ভোগেন। এ কারণে স্রাব কমে গেলে এর চিকিৎসা করালেই মাসিক আবার পরিমাণে স্বাভাবিক হয়ে আসে। নিয়মিত এক বা দুই দিন রক্তস্রাব হচ্ছে, এমন নারীদের বেলায় এটাই স্বাভাবিক। এ নিয়ে অহেতুক চিন্তার কারণ নেই।

আমাদের দেশের নারীদের ভেতর প্রচলিত ভুল ধারণা হলো, মাসিকের সময় বদরক্ত বা খারাপ রক্ত বের হয়ে আসে এবং মাসিক পরিষ্কার না হলে শরীরে অনেক রোগ হতে পারে। তাই মাসিক পরিমাণে একটু কম হলেই অনেকে নানান ভয় ও দুশ্চিন্তায় ভুগতে থাকেন। এর জন্য দায়ী ঋতুস্রাবের মতো একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ব্যাপার নিয়ে মা-খালাদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে লালিত ভুল ধারণা ও কুসংস্কার। মূলত মাসিকের সময় যে রক্তস্রাব হয়, তা শরীরের সাধারণ রক্ত। জরায়ুর ভেতরের শ্লেষ্মাঝিল্লি বা অ্যান্ডোমেট্রিয়ামের ভেতরের রক্তবাহী নালিকাগুলো ছিঁড়ে রক্তস্রাব হয়। এর সঙ্গে শরীরের কোনো দূষিত পদার্থ বাইরে বের হয়ে আসে না।

অতিরিক্ত রক্তপাত হলে
মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হলে তাকে মেনোরেজিয়া বলে। সাধারণত নারীদের প্রথম মাসিকের পরের দুই-এক বছর এবং মেনোপজ হওয়ার পূর্ববর্তী সময়ে এই সমস্যা হওয়ার আশঙ্কা বেশি। বয়ঃসন্ধিতে এই সমস্যাকে ‘পিউবার্টি মেনোরেজিয়া’ বলে।

ঋতুস্রাব একটানা ছয়-সাত দিনের বেশি চললে, ২৪ ঘণ্টায় ৪-৫টির বেশি প্যাড পুরোপুরি ভিজে গেলে বা স্রাবের সঙ্গে জমাট বাঁধা রক্ত গেলে বুঝতে হবে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। বয়ঃসন্ধিকালে মাসিকে বেশি রক্ত গেলে শতকরা ৯০ ভাগের ক্ষেত্রে তা কোনো রোগের জন্য হয় না। এ ক্ষেত্রে রোগীকে আশ্বস্ত করার পাশাপাশি পুষ্টিকর খাদ্য ও বিশ্রাম দিতে হবে এবং বিশেষ প্রয়োজনে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

বয়ঃসন্ধিকাল ছাড়াও যেকোনো বয়সের নারীর বিভিন্ন কারণে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত দেখা দিতে পারে। যেমন:

  • হরমোনজনিত সমস্যা দেখা দিলে।
  • জরায়ুতে ‘ফাইব্রোমায়োমা/ফাইব্রয়েড’ নামক টিউমার হলে।
  • জরায়ুমুখে পলিপ হলে।
  • জরায়ু ও ডিম্বনালিতে জীবাণুর সংক্রমণ হলে।
  • ভ্যাজাইনাল সিস্ট হলে।
  • অ্যান্ডোমেট্রিয়াল, ওভারিয়ান বা সারভাইক্যাল ক্যানসার হলে।
  • রক্তশূন্যতা থাকলে।
  • লিভার, কিডনি বা থাইরয়েডের রোগ থাকলেও এই সমস্যা হতে পারে।

লেখক: সহকারী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত