Ajker Patrika

রামগড়ে হানাদার মুক্ত দিবস উদ্‌যাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ২৯
রামগড়ে হানাদার মুক্ত দিবস উদ্‌যাপন

খাগড়াছড়ির রামগড় উপজেলা হানাদার মুক্ত দিবস ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা সদরে শোভাযাত্রা ও বিজয় ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। পরে ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

জেলার প্রথম হানাদার মুক্ত অঞ্চল রামগড়। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনী ও সহযোগীদের পুরোপুরি পরাজিত করেন মুক্তিযোদ্ধারা। এদিন বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরের শীর্ষে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করে রামগড়কে হানাদার মুক্ত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে গতকাল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল আলম কামাল, মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা বাবুল কান্তি মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামানসহ অন্যরা।

বীর মুক্তিযোদ্ধা চান মিয়া জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ১ নম্বর সেক্টরের আওতাধীন ছিল রামগড়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় রামগড়কে হুমকি ভাবত পাকিস্তানি বাহিনী। এতে ২ মে প্রথম রামগড়ে হামলা চালায় হানাদার বাহিনী।

সাময়িকভাবে রামগড় দখলে নিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালায় ও পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পাল্টা প্রতিরোধের মুখে ৬ ডিসেম্বর রামগড় ত্যাগ করে পাকিস্তানিরা।

৮ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় দুটি ভারতীয় জঙ্গি বিমান রামগড়কে পুরোপুরি হানাদার মুক্ত করে। এদিন বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধারা রামগড় প্রধান ডাকঘরে জাতীয় পতাকা উত্তোলন করে হানাদার মুক্ত ঘোষণা করেন। এটি খাগড়াছড়ির প্রথম হানাদার মুক্ত অঞ্চল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত