Ajker Patrika

হাটের দখলে সড়কের একাংশ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ০১
হাটের দখলে সড়কের একাংশ

সকালবেলা বসে সবজির হাট। একই সঙ্গে ঘাসের হাট। পৌরসভার মূল সড়কে কলেজ বাজারের এ হাট। সড়কের এক পাশ দখল করে কয়েক বছর ধরে বসে। এতে শহরের ব্যস্ততম সড়কে যানজট লেগেই থাকে। ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। তবে হাট কর্তৃপক্ষের দাবি, হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে সড়কের ওপর কিছু সময়ের জন্য হাটে বসে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যস্ততম এই সড়কের এক পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; অন্য পাশে কলেজ বাজারের এ হাট। এটিই উপজেলার সবচেয়ে বড় হাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে শুরু করে পশ্চিম পাশের কিছু অংশে সকাল থেকেই দখলে থাকে।

এই হাটে পাশের উপজেলা ক্ষেতলাল ও নওগাঁর বদলগাছী উপজেলার কয়েক গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন। এখানে এসে সড়কেই অপেক্ষা করতে হয় তাঁদের। আবার সড়কের অন্য পাশে গো-খাদ্যের জন্য নেপিয়ার ঘাস বিক্রির স্থান নির্ধারণ করে দিয়েছে হাট কর্তৃপক্ষ।

কৃষকেরা সবজি বহনের কাজে ব্যবহৃত যানগুলো সড়কের ওপরেই রাখেন। এদিকে হাটে আসা বিক্রেতা-ক্রেতাসহ সাধারণ মানুষের ভিড়ে স্থানীয় রুটে চলাচলকারী চালকেরা নির্বিঘ্নে যান চালাতে পারেন না। বেপরোয়াভাবে যেখানে-সেখানে ব্যাটারিচালিত অটোভ্যানও রাখা হয়। এতে ওই এলাকায় যানজট লেগেই থাকে সব সময়।

গতকাল রোববার সকালে হোসেন আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ৩-৪ বছর ধরে জমি থেকে ঘাস কিনে হাটে এনে বিক্রি করেন। হাট কর্তৃপক্ষ তাঁদের সড়কের ওপরে ঘাস বিক্রি করতে বলেছে। এ জন্য হাট কর্তৃপক্ষ প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে খাজনা আদায় করে।

ঘাস ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি বলেন, ‘সকালে আমি ভ্যানে করে ৫ মণ আলু বিক্রি করতে এসেছি। হাটের মধ্যে ভিড়ে ঢুকতে পারিনি, তাই সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছি। ব্যাপারীরা এখানেই দরদাম করছেন।’

হাট ইজারাদারের প্রতিনিধি ফেরদৌস সরদার বলেন, হাটের মধ্যে জায়গা কম থাকায় সকালে কিছু সময় কৃষকেরা সড়কের ওপর সবজি নিয়ে দাঁড়িয়ে থাকেন। আবার আমরা হাটের মধ্যে জায়গা করে দিতে চাইলেও তাঁরা হাটের মধ্যে প্রবেশ করতে চান না। সড়কের ওপর যেখানে ঘাস বিক্রি করা হয়, সেখানে ইট দিয়ে জায়গা করে দেওয়া হয়েছে।

আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আসলে হাটের মধ্যে জায়গার স্বল্পতার কারণে মাঝেমধ্যে সকালবেলা কিছু সময় কৃষকেরা তাঁদের সবজি নিয়ে দাঁড়িয়ে থাকে। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

জানতে চাইলে জয়পুরহাট সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ বাজারে যে হাট বসে, এখানে সাধারণত যেটি হয়, সেটি হচ্ছে আজ উচ্ছেদ করলাম পরদিন আবার বসবে। এখন দেখি মেয়র বা ইউএনওকে জানিয়ে বিষয়টি সমাধান করা জায় কি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত