Ajker Patrika

নেছারাবাদে ভাঙা সেতুতে কাঠের তক্তা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬: ১৯
নেছারাবাদে ভাঙা সেতুতে কাঠের তক্তা

নেছারাবাদে একটি সংযোগ সেতুর একাংশ ভেঙে খালে পড়ে আছে প্রায় ৭–৮ বছর। উপজেলার দৈহারী ও গুয়ারেখা দুই ইউনিয়নের সীমানায় আমবাড়ি খালের ওপর প্রায় ৫০ মিটার দীর্ঘ এই সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

সেতু ভেঙে যাওয়ার পর থেকে দুই পাড়ের বিশাল ও গয়েশকাঠি গ্রামের লোকজন কাঠের তক্তা দিয়ে কোনোরকমে যাতায়াত ব্যবস্থা চালু রেখেছেন। প্রায় ২৫ বছর আগে নির্মাণ করা ওই সেতুর ওপরের স্লিপারও বেশির ভাগ ভেঙে পড়ে গেছে।

এ অবস্থায় ছোট ছোট শিক্ষার্থীদের পার্শ্ববর্তী স্কুল–কলেজে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। ৭–৮ বছর আগে সেতুটি ভেঙে চলাচলের অনুপযোগী হলেও এটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। এখন ভাঙা সেতু দিয়ে বাধ্য হয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করছে।

গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মানিক মন্ডল বলেন, ‘চরম ঝুঁকি নিয়ে বাচ্চাদের খাল পার হতে হয়। দুই ইউনিয়নের সীমানায় খালের ওপর পুল। সে কারণে হয়তো কোনো চেয়ারম্যান এটি মেরামতের উদ্যোগ নেননি।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী মীর আলী শাকির বলেন, ‘দুই ইউনিয়নের কোনো চেয়ারম্যান সেতুটি মেরামতের দাবি করেননি। তারপরেও ভবিষ্যতে উপজেলা পরিষদের অর্থায়নে কীভাবে সেতুটি মেরামত করা যায় সেটি গুরুত্বসহ দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত