রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী জানান, পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রয়িং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। দ্রুতই এসব কাজ শেষ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা উপহার হিসেবে পাচ্ছেন সরকারের দেওয়া এসব নান্দনিক ঘর। প্রতিটি বীর নিবাস এর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এ হিসেবে রামগড়ে ১০টি নিবাসের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, সরকারের নির্দেশনার আলোকে বীর নিবাস নির্মাণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে এমন ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
খাগড়াছড়ির রামগড়ে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী জানান, পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রয়িং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। দ্রুতই এসব কাজ শেষ হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা উপহার হিসেবে পাচ্ছেন সরকারের দেওয়া এসব নান্দনিক ঘর। প্রতিটি বীর নিবাস এর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এ হিসেবে রামগড়ে ১০টি নিবাসের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, সরকারের নির্দেশনার আলোকে বীর নিবাস নির্মাণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে এমন ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫