Ajker Patrika

‘বীর নিবাস’ পাচ্ছে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
‘বীর নিবাস’ পাচ্ছে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার

খাগড়াছড়ির রামগড়ে ১০ বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে ‘বীর নিবাস’। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ‘বীর নিবাস’ দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী জানান, পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। ৬৩৫ বর্গফুটের সমপরিমাণ নিজ জমিতে ‘বীর নিবাস’ নামে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর তৈরি করা হবে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রয়িং, ১টি রান্নাঘর ও দুটি বাথরুম। দ্রুতই এসব কাজ শেষ হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসচ্ছল এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক অবস্থান উন্নয়নের ক্ষেত্রে ৩০ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা উপহার হিসেবে পাচ্ছেন সরকারের দেওয়া এসব নান্দনিক ঘর। প্রতিটি বীর নিবাস এর নির্মাণ খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা। এ হিসেবে রামগড়ে ১০টি নিবাসের জন্য ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ১৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, সরকারের নির্দেশনার আলোকে বীর নিবাস নির্মাণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে প্রথম পর্যায়ে ১০ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাসের বরাদ্দ পাওয়া গেছে। পর্যায়ক্রমে উপজেলায় আরও ৫০ জন মুক্তিযোদ্ধাকে এমন ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত