Ajker Patrika

আগামী বছর আসছে ‘সংবাদ’

আগামী বছর আসছে ‘সংবাদ’

গত জুনে নাটোরে ‘সংবাদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সোহেল আরমান। এরপর ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ সরকারের পতন—সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। অবশেষে জানা গেছে, আবারও শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।

সোহেল আরমান বলেন, ‘গত জুনে টানা ১৪ দিন কাজ করে প্রায় ৬০ শতাংশ শুটিং শেষ করেছি। এরপর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে শুটিং শেষ করা যায়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই শেষ অংশের শুটিং শিডিউল চূড়ান্ত করব। এ বছরেই কাজ শেষ করে আগামী বছর শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চাই।’ 

সিনেমার গল্পটা মূলত জমিদারি নিয়ে। ১৮৭২ সালের ঘটনা। এতে দেখা যাবে জমিদারবাড়িতে চুরি করার সময় ধরা পড়ে এক চোর। একপর্যায়ে সেই চোর জমিদারপুত্রকে চ্যালেঞ্জ করে বলে, একদিন সে-ই হবে জমিদার। জমিদারপুত্র সেই চ্যালেঞ্জ গ্রহণ করে। ঘটনাক্রমে চোর ও জমিদারপুত্র—দুজনেই প্রেমে পড়ে একই মেয়ের। সেই মেয়ের মন জয় করতে একে অপরকে হারানোর খেলায় মেতে ওঠে তারা। একসময় জমিদারপুত্রকে হারিয়ে জমিদার হয় সেই চোর। তাদের এই দ্বৈরথের মাঝে রয়েছে হৃদয়বিদারক এক গল্প। সেই গল্প ২৭ বছর পর এক সাংবাদিকের মাধ্যমে প্রকাশ পায়।

জমিদারপুত্রের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। জমিদারকে চ্যালেঞ্জ করা সেই চোরের ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডলকে। তাঁদের নায়িকা হিসেবে আছেন আইশা খান। আর সাংবাদিক চরিত্রে সালাহউদ্দিন লাভলু।

আইশা খানমহরতের সময় সিনেমাটি নিয়ে কথা বলেছিলেন তিন অভিনয়শিল্পী। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে সোহেল মণ্ডল বলেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। এর আগে এ ধরনের চরিত্রে কাজ করিনি। সিনেমার গল্পে দর্শকদের জন্য চমক থাকবে।’ 

ইরফান সাজ্জাদ বলেন, ‘জমিদারদের শাসন ও শোষণের কথা ফুটে উঠবে এ সিনেমায়। এ সময়ের দর্শকদের কথা চিন্তা করে গল্পটি তৈরি করেছেন আরমান ভাই। গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি, সবার পছন্দ হবে।’

ইরফান সাজ্জাদআইশা খান বলেন, ‘গল্পটা খুব ভালো লেগেছে, সে কারণেই কাজটি করতে চেয়েছি। আমার অভিনীত চরিত্রে বেশ চমক আছে, দর্শকের ভালো লাগবে।’ 

সোহেল মণ্ডল। ছবি: সংগৃহীতনির্মাতা জানালেন, ইতিমধ্যে জমিদারবাড়ির অংশের শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমার পাঁচটি গান ও নায়ক-নায়িকার কিছু দৃশ্যের শুটিং বাকি। সিনেমার সব কটি গান লিখেছেন এবং সুর করেছেন সোহেল আরমান। ভয়েস টুডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। চিত্রনাট্যে রয়েছেন সোহেল আরমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত