Ajker Patrika

সরাইলে লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ ফার্মেসি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫০
সরাইলে লাইসেন্স ছাড়াই চলছে অধিকাংশ ফার্মেসি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদরসহ ৯টি ইউনিয়নে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য ফার্মেসি বা ওষুধের দোকান। ড্রাগ লাইসেন্স, কেমিস্ট ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে এ সব ফার্মেসি। সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি করা হচ্ছে অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের ওষুধ। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগও রয়েছে কোনো কোনো ফার্মেসির বিরুদ্ধে। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন সড়কের পাশে কিংবা বাজারে ফার্মেসি গড়ে উঠেছে। এগুলোতে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই চলছে ওষুধ বিক্রি। ক্রেতারা চাওয়ামাত্র অ্যান্টিবায়োটিকসহ ব্যথা ও যৌন উত্তেজক ট্যাবলেট অবাধে বিক্রি করছেন ফার্মেসিতে দায়িত্বরত বিক্রেতারা। ফার্মেসিতে ফার্মাসিস্ট থাকার কথা থাকলেও মানা হচ্ছে না নিয়ম।

নাম প্রকাশ না করার শর্তে এক ফার্মেসির মালিক বলেন, ‘ড্রাগ লাইসেন্স পাওয়া অনেক কঠিন ব্যাপার। তাই লাইসেন্সের জন্য আমি আবেদন করিনি | লাইসেন্স ছাড়াই তো ওষুধ বিক্রি করছি। কোনো সমস্যা তো হচ্ছে না।’

লাইসেন্সধারী ফার্মেসির মালিকেরা জানান, তাঁদের ওষুধের দোকানে সব সময় ফার্মাসিস্ট থাকেন। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা হয় না। তবে অনেক সময় পরিচিত মুখ হলে ওষুধ দিতে হয়।

ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতি (বিসিডিএস) সরাইল উপজেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন বলেন, ‘লাইসেন্স ছাড়া কোনো ফার্মেসির ওষুধের ব্যবসা করার নিয়ম নাই। আমরা বিভিন্ন মিটিংয়ে ব্যবসায়ীদের মধ্যে যাদের লাইসেন্স নাই তাঁদের লাইসেন্স করার কথা বলছি।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো. আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, নকল, মেয়াদোত্তীর্ণ এবং লাইসেন্স না থাকার দায়ে বিভিন্ন ফার্মেসিকে জরিমানা করা হচ্ছে। গত কয়েক দিন আগেও সরাইলের পানিশ্বর বাজারের কয়েকটি লাইসেন্সবিহীন ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সরাইলে আবারও লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত